পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

QnA session before Jawan Release: 'অ্যাকশন ছবি করি আমার সন্তানদের ভালো লাগে বলে'- 'জওয়ান' নিয়ে মন্তব্য বাদশার - বিজয় সেতুপথি

Jawan: ছবি মুক্তির আগে মজাদার প্রোমোশনে অংশ নিলেন শাহরুখ খান ও বিজয় সেতুপথি ৷ কীভাবে শুরু হল 'জওয়ান'-জার্নি ? জানালেন দুই তারকা ৷

QnA session before Jawan Release
'জওয়ান' ছবির প্রশ্নোত্তর পর্বে বাদশা-বিজয়

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 5:25 PM IST

হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: শুরু কাউন্ট ডাউন ৷ বাকি আর মাত্র দু'দিন ৷ তারপর প্রেক্ষাগৃহে আসছে 'জওয়ান' ৷ অ্যাটলি পরিচালিত শাহরুখ খান-বিজয় সেতুপথি অভিনীত এই ছবি উত্তেজনার পারদ বাড়িয়ে তুলেছে ৷ নানাভাবে ছবির প্রচারে ব্যস্ত কিং খান ৷ এবার রেড চিলিজ প্রযোজনা সংস্থার তরফে সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে মজার প্রোমোশন ৷ দেওয়া হয়েছে বিশেষ হ্যাশট্যাগ- সেভেন কোয়েশ্চন ফর সেভেন সেপ্টেম্বর ৷ আর এখানে হাজির হয়েই শাহরুখ ও বিজয় সেতুপথি মন খোলা উত্তর দিলেন ভক্তদের ৷

মঙ্গলবার সামনে আসা রেড চিলিজের ভিডিয়োতে শাহরুখ বলেন, "সপ্তাহে সাতটা দিন। রামধনুতে সাতটা রঙ আর জওয়ান মুক্তি পাচ্ছে সাত তারিখ ৷ তাই সাতটা প্রশ্নের উত্তর দেব আমরা ৷" কীভাবে এল 'জওয়ান' ছবির প্রস্তাব? জবাবে শাহরুখ বলেন, "একদিন একটা ম্যাচ চলাকালীন অ্যাটলির সঙ্গে দেখা হয়েছিল ৷ নানা বিষয় নিয়ে কথা হচ্ছিল ৷ অ্যাটলির স্ত্রী প্রিয়া আমার বড় অনুরাগী ৷ এরপর অতিমারি শুরু হয়ে যায় ৷ একদিন পরিচালক আমার বাড়িতে আসেন ছবির প্রস্তাব নিয়ে ৷ তাঁর প্রথম কথাই ছিল, ছবিতে আপনি হিরো এবং পাঁচ হিরোইন রয়েছেন ৷ এছাড়াও রয়েছে প্রচুর অ্যাকশন, গান ও সুপার ডায়লগ ৷ আমি এককথায় রাজি হয়ে যাই ৷"

ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে বিজয়কে ৷ তাঁর চরিত্রের নাম কালি ৷ তিনি বলেন, "আমার শাহরুখ স্যারের সঙ্গে প্রথম দেখা হয়েছিল নয়তারার বিয়েতে ৷ এরপর আবারও দেখা হয় ৷ তখন আমি স্যারকে বলেছিলাম, আপনার সঙ্গে কাজ করতে চাই ৷ তখন স্যার বলেন, আমরাও একটা কাজ তোমার সঙ্গে করার কথা ভাবছিলাম ৷ আশ্চর্যজনকভাবে তুমিও একই প্রশ্ন করলে ৷ এইভাবেই জওয়ান জার্নি শুরু হয়েছে আমার ৷"

'জওয়ান' ছবি বেছে নেওয়ার অন্যতম কারণ কী? প্রশ্নের উত্তরে বাদশা বলেন, সত্যি কথা বলতে একদিন আমার বড় ছেলে ও মেয়ে আমাকে বলে, এমন কিছু ছবি করো যা এখনকার প্রজন্মের ছেলে-মেয়েরা পছন্দ করবে ৷ এমন কিছু যা ইয়ং জেনেরশনের কাছে 'কুল' হবে ৷ যে ছবি আব্রামেরও পছন্দ হবে ৷ তখন আমি ভাবলাম, আব্রাম একমাত্র পছন্দ করে সুপার হিরো, অ্যানিমেশন ও অ্যাকশন ছবি ৷ সুপার হিরো আমাকে মানাবে না ৷ তাই বেছে নিয়েছি অ্যাকশন ছবি ৷ কারণ আমার সন্তানরা তা পছন্দ করে ৷" ইতিমধ্যেই কয়েক লাখ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছে জওয়ান-এর ৷ মুক্তির আগেই একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে 'জওয়ান' ৷ বাকি উত্তেজনা দেশজুড়ে কেমন হয়, তা দেখা যাবে 7 সেপ্টেম্বর ৷

আরও পড়ুন: বুসান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে সুমন ঘোষের ছবি, ক্লাউড নাইনে অভিনেত্রী সুদীপ্তা

ABOUT THE AUTHOR

...view details