পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Picture Leaks From The Set of Dunki: সেট থেকে ফের ফাঁস ছবি! লন্ডনে শ্যুটিং চলছে 'ডাঙ্কি'র - সেট থেকে ফের ফাঁস ছবি লন্ডনে শ্যুটিং চলছে ডাঙ্কির

'ডাঙ্কি' ছবির সেট থেকে একাধিক ছবি ভাইরাল হচ্ছে নেটপাড়ায় ৷ এবার ফের নেটদুনিয়ায় ভাইরাল হল তাপসী এবং শাহরুখের একটি ছবি (Shah Rukh Khan and Taapsee Pannu picture leak )৷

Picture Leaks From The Set of Dunki
সেট থেকে ফের ফাঁস ছবি! লন্ডনে শ্যুটিং চলছে 'ডাঙ্কি'-র

By

Published : Jul 28, 2022, 7:27 PM IST

মুম্বই, 28 জুলাই: 'পাঠান'-এর পর এবার তাঁর নতুন ছবি 'ডাঙ্কি'র শ্য়ুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কিং খান ৷ রাজকুমার হিরানির সঙ্গে এই কাজটি করার জন্য় ঠিক কতটা উদগ্র আগ্রহে অপেক্ষা করেছিলেন বলিউডের বাদশা তার ঝলক মিলেছে অ্যানাউন্সমেন্ট ভিডিয়োতেই ৷ ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন তাপসী পান্নুও ৷ 'ডাঙ্কি' ছবির সেট থেকেও একাধিক ছবি ভাইরাল হচ্ছে নেটপাড়ায় ৷ ছবি ফাঁস হওয়া নিয়ে যদিও খুশি নন নির্মাতারা ৷ তবে এবার ফের নেটদুনিয়ায় ভাইরাল হল তাপসী এবং শাহরুখের একটি ছবি (Shah Rukh Khan and Taapsee Pannu picture leak)৷

নেটিজেনদের দাবি এই ছবিটি আসলে তাঁদের নতুন ছবি 'ডাঙ্কি'-র ৷ খবর বলছে এই ফাঁস হওয়া ছবিটি লন্ডনের ৷ ছবিতে দেখা যায়, তাপসীর সামনে হাঁটু গেড়ে বসে আছেন শাহরুখ ৷ মুখ দেখে মনে হয় তিনি একটু বিভ্রান্ত আর অন্যদিকে তাপসীর মুখে রয়েছে স্বভাব সিদ্ধ মোহময়ী হাসি ৷ এই দৃশ্য় প্রেমের নাকি বিষয়টি একেবারেই অন্য তা অবশ্য় আন্দাজ করা কঠিন ৷

তবে এই ছবি এখন আগুনের মতই দ্রুত ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় ৷ এই দৃশ্যে শাহরুখের পরনে রয়েছে চেক শার্ট, লাল জ্যাকেট এবং ডার্ক ট্রাউজার ৷ আর তাপসীকেও দেখা গিয়েছে বেশ ক্যাজুয়াল পোশাকে ৷ 'ডাঙ্কি' ছবির সেট থেকে এর আগেও ছবি ভাইরাল হয়েছিল সেখানে শাহরুখকে দেখা গিয়েছিল গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে ৷

আরও পড়ুন:দিশা টাইগারের ব্রেকআপ নিয়ে মুখ খুললেন জ্যাকি!

প্রসঙ্গত, তাপসীর নতুন ছবি 'দোবারা'-র ট্রেলারও মুক্তি পেয়েছে ৷ 'শাবাশ মিঠু' সেভাবে সাফল্য না-পেলেও এই ট্রেলারে যথেষ্ট আশা জাগিয়েছেন অভিনেত্রী ৷ এখন শাহরুখের সঙ্গে তাঁর কেমিস্ট্রি কেমন জমে তা দেখার অপেক্ষায় থাকবেন সকলেই ৷

ABOUT THE AUTHOR

...view details