হায়দরাবাদ, 20 নভেম্বর: "হারকর জিতনে ওয়ালোকো বাজিগর কহেতে হ্যায়...!" জীবনের এই কঠিন সত্য শাহরুখ খান ছাড়া আর কেইবা বুঝবেন ৷ আর তাই বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল হারলেও তাঁদের কঠিন পরিশ্রম ও লড়াইয়ের তারিফ করেছেন কিং খান ৷ দেশকে গর্বিত করার জন্য টিম ইন্ডির কঠিন সময়ে পাশে দাঁড়ালেন বাদশা ৷ আয়ুষ্মান খুরানা, করিনা কাপুর খান, রণবীর সিং, অমিত ত্রিবেদী, রামচরণ-সহ আপ নেতা রাঘব চাড্ডারাও দিলেন পাশে থাকার বার্তা ৷
শাহরুখ খান এক্স হ্যান্ডেলে নিজের আবেগ প্রকাশ করেছেন ৷ তিনি লিখেছেন, "পুরো টুর্নামেন্ট জুড়ে টিম ইন্ডিয়া যেভাবে খেলেছে তা সত্যিই সম্মানের ৷ তারা খেলার স্পিরিট ধরে রেখেছিল ৷ কিন্তু এটা খেলা ৷ এখানে ভালো দিন-খারাপ দিন দুটোই থাকে ৷ দুর্ভাগ্যবশত সেই খারাপ দিনটা আজকে ছিল ৷ তবে ধন্যবাদ টিম ইন্ডিয়া ক্রিকেট দুনিয়ায় ভারতের মাথা আবারও উঁচু করার জন্য ৷ গোটা ভারতকে তোমরা আনন্দ দিয়েছো ৷ ভালোবাসা আর সম্মান তোমাদের সকলের প্রতি ৷ তোমাদের জন্য নিজেকে গর্বিত ভারতবাসী মনে করছি ৷"
অমিতাভ বচ্চন লিখেছেন, "টিম ইন্ডিয়া, কালকেরটা ফলাফল ছিল না ৷ সেটা ছিল তোমাদের ট্যালেন্ট, ক্যাপাবিলিটির প্রতিফলন ৷ তোমাদের নিয়ে গর্বিত ৷ ভালো নিশ্চই হবে ৷ এগিয়ে চলো ৷" পাশাপাশি, তিনি ইন্সটাগ্রামে আরও একটি ছবি দিয়েছেন ৷ যেখানে হাতে চোট পেয়েছেন তিনি ৷ সেখানে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রেখেছেন বিগবি ৷ সেই ছবি তুলে ধরে ক্যাপশনে লিখেছেন, " না.. না.. না.. টিম ইন্ডিয়া ৷ এখন শেষ হয়নি ৷ তোমরা গর্ব ৷ তোমরা হৃদয় যেখানে হাত বিশ্রাম নেয় ৷"
অজয় দেবগণ লিখেছেন, "বিশ্বকাপ জুড়ে তোমাদের জার্নি ও পরিশ্রম নিজে থেকেই একটা বড় জয় ৷ মাথা উঁচু করে থাকো ৷" কাজল ইন্সটা স্টোরিতে বাজিগর ছবির সংলাপ লিখে বলেছেন, "খুব ভালো খেলেছো টিম ইন্ডিয়া ৷ অভিনন্দন অস্ট্রেলিয়া টিমকে আরও একবার বিশ্বকাপ জয়ের জন্য ৷"
অভিনেতা অনুপম খের নিজের মায়ের একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ পোস্টে লিখেছেন, "দুটো দলের মধ্যে কোনও একটা দলকে জিততে তো হতই ৷ আজকের খেলা আমার মা বিশ্লেষণ করেছেন ৷ তিনি পুরো খেলাটা দেখেছেন ৷ তিনি খেলার দার্শনিকভাবটা তুলে ধরেছেন ৷ টিম ইন্ডিয়া পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছে ৷ ধন্যবাদ টিম ইন্ডিয়া আমাদের এই আনন্দ দেওয়ার জন্য ৷ জয় হো ৷"
করিনা কাপুর খান ইন্সটাস্টোরিতে লিখেছেন, টিম ইন্ডিয়ার প্রতি অনেক ভালোবাসা ও সম্মান ৷ খুব ভালো খেলেছো ৷ সুরকার অমিত ত্রিবেদী লিখেছেন, টিম ইন্ডিয়ার এই সময়ে সবাই শক্ত থাকুন ৷ আপ নেতা রাঘব চাড্ডা লিখেছেন, "স্যালুট টিম ইন্ডিয়া ৷ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে তোমাদের জার্নি অসাধারণ ৷ 140 কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ হলেও তোমাদের চ্যাম্পিয়ন স্পিরিট অনবদ্য ছিল ৷"