মুম্বই, 6 ডিসেম্বর: আর্চিসের প্রিমিয়ারে সপরিবারে হাজির বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন এবং সুপারস্টার শাহরুখ খান ৷ আর হবে না-ই বা কেন ! জোয়া আখতার পরিচালিত এই ফিল্মেই তো ডেবিউ করতে চলেছেন এসআরকে ও গৌরী খানের কন্যা সুহানা খান এবং অমিতাভের নাতি অগস্ত্য নন্দা । ছবিটি আগামী 7 ডিসেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে ৷
ছবি মুক্তির আগে জোয়া আখতার চলচ্চিত্র জগতের সামনে তাঁর ছবির প্রদর্শনীর জন্য একটি বিশেষ আয়োজন করেছিলেন ৷ মঙ্গলবার সেখানে হাজির ছিল গোটা খান পরিবার ৷ ছিলেন শাহরুখ, তাঁর স্ত্রী গৌরী এবং তাঁদের তিন সন্তান সুহানা, আরিয়ান, আব্রাম ও কিং খানের শাশুড়ি সবিতা ছিব্বর ৷ তাঁদের সবাইকে সঙ্গে নিয়ে রেড কার্পেটে পোজ দেন বলিউডের বাদশা ৷
এসআরকে, গৌরী, আব্রাম এবং আরিয়ানের পরনে ছিল কালো রঙের পোশাক । তবে ডেবিউ-কন্যা সুহানা পরেছিলেন একটি লাল সিকুইন গাউন ৷ এসআরকে একটি কাস্টমাইজড কালো টি-শার্ট পরেছিলেন, যার গায়ে লেখা ছিল 'দ্য আর্চিস'। গৌরীকেও একটি কালো গাউনে দেখা গিয়েছে ৷ আর তাঁদের ছোট্ট ছেলে আব্রামকে একটি কালো টাক্সেডোতে খুব সুন্দর দেখাচ্ছিল ৷ আরিয়ানের পোশাক ছিল সাদামাটা, কালো ডেনিম, কালো টি-শার্ট আর তার উপর ধূসর জ্যাকেট ৷