পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কন্যার ডেবিউ ফিল্ম দ্য আর্চিসের প্রিমিয়ারে সপরিবার শাহরুখ, নাতির অভিষেক দেখতে হাজির অমিতাভও - Amitabh Bachchan

কন্যা সুহানা খানের ডেবিউ ফিল্ম দ্য আর্চিসের প্রিমিয়ারে সপরিবারে হাজির হলেন শাহরুখ খান ৷ এই ছবি অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দারও প্রথম চলচ্চিত্র ৷ প্রিমিয়ারে ছিল গোটা বচ্চন পরিবারও ৷

SRK, Amitabh Bachchan attend the premier of The Archies
দ্য আর্চিসের প্রিমিয়ারে সপরিবার শাহরুখ-অমিতাভ

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 1:56 PM IST

মুম্বই, 6 ডিসেম্বর: আর্চিসের প্রিমিয়ারে সপরিবারে হাজির বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন এবং সুপারস্টার শাহরুখ খান ৷ আর হবে না-ই বা কেন ! জোয়া আখতার পরিচালিত এই ফিল্মেই তো ডেবিউ করতে চলেছেন এসআরকে ও গৌরী খানের কন্যা সুহানা খান এবং অমিতাভের নাতি অগস্ত্য নন্দা । ছবিটি আগামী 7 ডিসেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে ৷

ছবি মুক্তির আগে জোয়া আখতার চলচ্চিত্র জগতের সামনে তাঁর ছবির প্রদর্শনীর জন্য একটি বিশেষ আয়োজন করেছিলেন ৷ মঙ্গলবার সেখানে হাজির ছিল গোটা খান পরিবার ৷ ছিলেন শাহরুখ, তাঁর স্ত্রী গৌরী এবং তাঁদের তিন সন্তান সুহানা, আরিয়ান, আব্রাম ও কিং খানের শাশুড়ি সবিতা ছিব্বর ৷ তাঁদের সবাইকে সঙ্গে নিয়ে রেড কার্পেটে পোজ দেন বলিউডের বাদশা ৷

এসআরকে, গৌরী, আব্রাম এবং আরিয়ানের পরনে ছিল কালো রঙের পোশাক । তবে ডেবিউ-কন্যা সুহানা পরেছিলেন একটি লাল সিকুইন গাউন ৷ এসআরকে একটি কাস্টমাইজড কালো টি-শার্ট পরেছিলেন, যার গায়ে লেখা ছিল 'দ্য আর্চিস'। গৌরীকেও একটি কালো গাউনে দেখা গিয়েছে ৷ আর তাঁদের ছোট্ট ছেলে আব্রামকে একটি কালো টাক্সেডোতে খুব সুন্দর দেখাচ্ছিল ৷ আরিয়ানের পোশাক ছিল সাদামাটা, কালো ডেনিম, কালো টি-শার্ট আর তার উপর ধূসর জ্যাকেট ৷

রেড কার্পেটে বেশ খুশি খুশি মেজাজে দেখা গিয়েছে বচ্চন পরিবারকেও ৷ অমিতাভ বচ্চনও তাঁর পুরো পরিবার নিয়ে আর্চিসের বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ৷ তাঁরাও অধিকাংশই কালোয় মজেছিলেন ৷ অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁদের কন্যা আরাধ্যাকেও কালো জমকালো পোশাকে দেখা গিয়েছে ৷

এই ছবিতে সুহানার পাশাপাশি অভিষেক হতে চলেছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং বনি কাপুর ও প্রয়াত শ্রীদেবী কন্যা খুশি কাপুরের ৷ দ্য আর্চিস হল কামিং-অফ-এজ মিউজিক্যাল ড্রামা যেখানে আর্চি, বেটি, ভেরোনিকা, জুগহেড, রেগি, এথেল এবং ডিল্টনের জীবন অনুসরণ করে দর্শকরা পাড়ি দেবেন কাল্পনিক পাহাড়ি শহর রিভারডেলে ।

আরও পড়ুন:

  1. শহরে সল্লুভাই, টাইগারের প্রেমে মজলেন টলিসুন্দরীরা
  2. 'নায়ক'এর চোখে হিন্দি ফিল্মের মহানায়ক সলমন, 'এভারগ্রিন' উত্তমকেও কুর্নিশ আবেগী অনিলের
  3. 'বছরের সেরা ট্রেলার', মিঠুনের কাবুলিওয়ালা অবতারে মুগ্ধ দেব

ABOUT THE AUTHOR

...view details