পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অ্যানুয়াল ডে ফাংশনে স্পটলাইট কাড়লেন আব্রাম-আরাধ্যা, 'দিওয়াঙ্গি' গানের তালে তাল মেলালেন বাদশা-অমিতাভ - অ্যানুয়াল ডে ফাংশন

Ambani School Annual Function: শুক্রবার ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে অ্যানুয়াল ডে ফাংশনে তারকা সন্তানদের স্টেজ পারফর্ম্যান্স ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ নজর কাড়লেন শাহরুখ-গৌরি পুত্র আব্রাম ও অভিষেক-ঐশ্বর্য কন্যা আরাধ্যা ৷

Etv Bharat
অ্যানুয়াল ডে ফাংশনে স্পটলাইট কাড়লেন আব্রাম-আরাধ্যা

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 12:13 PM IST

Updated : Dec 16, 2023, 12:39 PM IST

মুম্বই, 16 ডিসেম্বর: প্রতিটি বাবা-মায়ের কাছে গর্বের বিষয় হয় যখন তাঁদের সন্তন স্পটলাইট কেড়ে নেয় ৷ এমনই আনন্দ ও গর্ব অনুভব করেছেন শাহরুখ খান-গৌরি খান, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন-অভিষেক বচ্চন ও করিনা কাপুর খান, করণ জোহর ৷ শুক্রবার ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে অ্যানুয়াল ডে ফাংশনে তারকা সন্তানদের স্টেজ পারফর্ম্যান্স নজর কেড়েছে নেটিজেনদের ৷

শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম, অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা, করিনার ছোট ছেলে তৈমুর ও করণ জোহরের যমজ সন্তান যশ ও রুহির পারফর্ম্যান্স উপস্থিত দর্শকদের পাশাপাশি নজর কেড়ে নিয়েছে সকলের ৷ একটি ভিডিয়োতে দেখা গিয়েছে মিষ্টি আব্রামের স্টেজ পারফর্ম্যান্স ৷ শুধু তাই নয়, বাদশার মতো দু হাত ছড়িয়ে পোজ দিতেও দেখা গিয়েছে তাকে৷ ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে আব্রাম বলছে, "গিভ মি হাগ, আই লাভ হাগ ৷" এরপরেই সে তার সহপাঠীকে জড়িয়ে ধরে ৷ ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে জনপ্রিয় টিউন ৷

এরপর স্টেজ থিয়েটারে দেখা যায় আরাধ্যা বচ্চনকে ৷ সেখানে আরাধ্যার সংলাপ বলার ধরন, শরীরী ভাষা, প্রতিক্রিয়া, সবকিছুই নজর কেড়েছে নেটিজেনদের ৷ ঠাকুরদা-ঠাকুমা, বাবা-মায়ের অভিনয় শিক্ষা যেন এখন থেকেই তৈরি করছে আরাধ্যাকে ৷ যেখানে রি-টেকের কোনও গল্প নেই ৷ হাজারো দর্শকদের মাঝে সুন্দরভাবে সংলাপ বলার ধরন প্রশংসা করার মতোই ৷

পাশাপাশি, তৈমুর, রুহি ও যশকেও দেখা যায় স্টেজ শো করতে বন্ধুদের সঙ্গে ৷ ছেলে তৈমুরের বিশেষ সেই মুহূর্ত ক্যাপচার করতে দেখা যায় করিনা কাপুর খানকেও ৷ এদিন দেখা গিয়েছে শাহিদ কাপুর ও মীরা কাপুরকেও, তাঁদের ছেলে-মেয়ের সঙ্গে ৷

অনুষ্ঠান শেষে ছিল আরও বড় চমক ৷ সেখানে বাজানো হয় শাহরুখ খানের ছবি ওম শান্তি ওম-এর গান দিয়ানঙ্গি ৷ সেই গানের তালে নেচে ওঠেন সকলেই ৷ অমিতাভ বচ্চন, অভিষেক-ঐশ্বর্য, করণ সকলেই এই গানের তালে তাল মেলান ৷ নাচতে দেখা যায় সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দাকেও ৷

আরও পড়ুন

1. নতুন বছর শুরুর আগেই অনুরাগীদের পার্টি সং উপহার হৃতিক-দীপিকার, প্রকাশ্যে 'ফাইটার' ছবির প্রথম গান

2.চিরসাথীর বন্ধনে আবদ্ধ সৌরভ-দর্শনা, বিয়ের নানা মুহূর্তের মিষ্টি ছবি দেখে নিন এক নজরে

3.মা শ্রীদেবীকে ছবির সেটে আসতে বারণ করা জীবনের সবচেয়ে বড় ভুল, আজও আফসোস করেন মেয়ে জাহ্নবী

Last Updated : Dec 16, 2023, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details