কলকাতা, 23 ডিসেম্বর:খুব শীঘ্রই বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে 'সুপার সিঙ্গার সিজন ফোর'। আর এই অনুষ্ঠানের বিচারকের আসনে বসবেন মোনলি ঠাকুর, শান এবং রূপম ইসলাম(Shaan And Monali as Judge in Super Singer) । বাংলা, হিন্দি, ওড়িয়া হোক বা অন্য কোনও ভাষা- নতুন প্রতিভা খুঁজে নেওয়ার লক্ষ্যে সবাই অদম্য । নাচ, গান, কমেডি সব রকমের প্রতিভা খুঁজে নিতেই নানা রঙে অনুষ্ঠান সাজায় চ্যানেলগুলি । আর এখান থেকেই উঠে আসে আগামীর তারকা(Shaan And Monali in Super Singer) ।
কিন্তু প্রশ্ন ওঠে ক'জন তারকা উঠে আসে এই সব মঞ্চ থেকে? শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, মোনালি ঠাকুরের পর আর কারা সেভাবে জায়গা করে নিতে পারলেন ইন্ডাস্ট্রিতে?এই ব্যাপারে শান এবং মোনালির একই বক্তব্য, "সময় দিতে হবে সকলকেই । কে বলতে পারে আজকের প্রতিযোগীরা একদিন না একদিন বড় শিল্পী হয়ে উঠবেন না?" শান এই প্রসঙ্গে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, "বাংলার রিয়ালিটি শো-এর মঞ্চে একেবারে নতুনদের খুঁজে নিয়ে এসে জায়গা দেওয়া হয় । এরা আগে কোথাও গায়নি । প্রথম বাংলা টেলিভিশনেই গায় এরা । এরপর এরা এখানকার কাজ শেষ করে অন্য কোনও ভাষার চ্যানেলে গিয়ে পারফর্ম করে । সুতরাং এদের গুণ নিয়ে কোনও কথা হবে না । আমি গর্বের সঙ্গে বলতে পারি বাংলার ছেলেমেয়েরা অন্য রাজ্যের টেলিভিশন দুনিয়াকে সমৃদ্ধ করে, আগামীদিনেও করবে(Shaan And Monali on Reality Show Contestants) ।"