হায়দরাবাদ, 15 এপ্রিল:কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম' নাটক থেকে তৈরি সামান্থা রুথ প্রভুর নতুন ছবি 'শকুন্তলম' মুক্তি পেয়েছে শুক্রবার ৷ এই ছবি নিয়ে অবশ্য় বিভিন্ন সমালোচকদের বিভিন্ন মত ৷ নেটপাড়ার রিপোর্টেও দেখা গিয়েছে একই ট্রেন্ড ৷ তবে ইন্ডাস্ট্রি ট্র্যাকারের রিপোর্ট অনুযায়ী, খুব বেশি মানুষের মন জয় করতে পারল না সামান্থার এই ছবি ৷
তেলুগু ভাষী রাজ্য়গুলিতে মাত্র 32.60% প্রেক্ষাগৃহ পেয়েছে এই ছবি ৷ রিপোর্ট বলছে প্রথম দিনে ছবির আয় 5 কোটি টাকা ৷ ছবিতে শকুন্তলা চরিত্রে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু আর দূষ্যন্তের চরিত্রে অভিনয় করেছেন দেব মোহন ৷ পুরু সাম্রাজ্যের এই রাজার সঙ্গেই গড়ে ওঠে শকুন্তলার সম্পর্ক ৷ তারপর রাজা শকুন্তলাকে অপেক্ষায় রেখে ফিরে যান তার রাজ্য়ে ৷ কথা ছিল তিনি শকুন্তলাকে নিয়ে যাওয়ার জন্য় লোক পাঠাবেন ৷ কিন্তু দূর্বাসার অভিশাপে স্বামী দূষ্যন্ত শকুন্তলাকে আর মনেই করতে পারেন না ৷ এবার কী হবে পরিনতি তা নিয়েও গড়ে উঠেছে এই ছবি ৷ এই ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন কন্যাও ৷