পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Oscars 2023: 'কিরাবানী-চন্দ্রবোসের হাতে অস্কার জীবনের সেরা মুহূর্ত', দেশে ফিরে জানালেন জুনিয়র এনটিআর

অস্কারের পর দেশে ফিরলেন অভিনেতা জুনিয়র এনটিআর (Jr NTR) ও কোরিওগ্রাফার প্রেম রক্ষিত ৷ বিমানবন্দরে পা রাখতেই অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ অস্কার জয় জীবনের সেরা মুহূর্ত বলে জানান এনটিআর জুনিয়র ৷

Etv Bharat
বিমানবন্দরে এনটিআর ও প্রেম রক্ষিত

By

Published : Mar 15, 2023, 1:38 PM IST

Updated : Mar 15, 2023, 2:13 PM IST

অস্কারের পর দেশে ফিরলেন অভিনেতা জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, 15 মার্চ: স্বপ্ন যখন সত্যি হয় তখন সেটা যেন স্বপ্নই লাগে ৷ জীবনের সেরা মুহূর্তের ঘোর তাই কেটেও কাটে না ৷ ঠিক তেমনই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেতা জুনিয়র এনটিআর ৷ সদ্য লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে রাজামৌলির 'আরআরআর'- ছবির নাতু নাতু গান সেরা মৌলিক গান হিসাবে অস্কার ছিনিয়ে নিয়েছে ৷ বিশ্ব দরবারে প্রথম কোনও তেলগু গান এই স্বীকৃতি পেয়েছে ৷ স্বাভাবিকভাবেই সেই আনন্দের রেশ কী সহজে কাটে ! তবে হলিউড থেকে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন জুনিয়র এনটিআর (Jr NTR ) ৷ রাজীব গান্ধি এয়ারপোর্টে (Rajib Gandhin Airport) পা রাখতেই উচ্ছাসে ফেটে পড়েন অনুরাগীরা ৷

জুনিয়র এনটিআর লেখা পতাকাও ওড়াতে দেখা যায় অনুরাগীদের ৷ সেখানেই 'আরআরআর'-এর অস্কার জয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের অভিব্যক্তি ভাগ করে নেন এনটিআর ৷ তিনি বলেন, ''আমি প্রত্যেক দর্শক ও দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই । আরআরআর ছবির পাশে থাকার জন্য ৷ দর্শকদের ভালবাসা ও ফিল্ম ইন্ডাষ্ট্রির প্রত্যেকের কঠিন পরিশ্রমের ফল এই পুরস্কার ৷ আরআরআর-এর জন্য আমি গর্বিত ৷ এমএম কিরাবানী এবং চন্দ্রবোসের হাতে যখন অস্কার পুরস্কার আসে, সেটা আমার জীবনের সেরা মুহূর্ত ৷ '' পাশাপাশি কোরিওগ্রাফার প্রেম রক্ষিত বলেন, '' এটা জীবনের সেরা অনুভূতি যখন অস্কার পুরস্কার পাওয়ার পর এমএম কিরাবানী (MM Keeravaani) ও চন্দ্রবোস (Chandrabose) আমাকে জড়িয়ে ধরেন ৷ আমি ধন্য ৷ ''

আরও পড়ুন:ফের অস্কারের মঞ্চে বিতর্ক ! 'নাতু নাতু' বলিউডের গান, 'আরআরআর' অনুরাগীদের তোপের মুখে সঞ্চালক জিমি কিমল

উল্লেখ্য, ভারতীয় ছবি 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স'- বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে অস্কার ছিনিয়ে নেয় ৷ অন্যদিকে বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার আসে 'নাতু নাতু' গানের ঝুলিতে ৷ গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড নাতুন নাতুর ঝুলিতে এসে গিয়েছিল আগেই ৷ আন্তর্জাতিক পপ তারকা রিহানা ও লেডি গাগা-কে পিছনে ফেলে, প্রথম কোনোও তেলগু গান এই সম্মান নিয়ে এসেছে ভারতের মাটিতে ৷

Last Updated : Mar 15, 2023, 2:13 PM IST

For All Latest Updates

TAGGED:

Jr NTR

ABOUT THE AUTHOR

...view details