হায়দরাবাদ, 15 মার্চ: স্বপ্ন যখন সত্যি হয় তখন সেটা যেন স্বপ্নই লাগে ৷ জীবনের সেরা মুহূর্তের ঘোর তাই কেটেও কাটে না ৷ ঠিক তেমনই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেতা জুনিয়র এনটিআর ৷ সদ্য লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে রাজামৌলির 'আরআরআর'- ছবির নাতু নাতু গান সেরা মৌলিক গান হিসাবে অস্কার ছিনিয়ে নিয়েছে ৷ বিশ্ব দরবারে প্রথম কোনও তেলগু গান এই স্বীকৃতি পেয়েছে ৷ স্বাভাবিকভাবেই সেই আনন্দের রেশ কী সহজে কাটে ! তবে হলিউড থেকে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন জুনিয়র এনটিআর (Jr NTR ) ৷ রাজীব গান্ধি এয়ারপোর্টে (Rajib Gandhin Airport) পা রাখতেই উচ্ছাসে ফেটে পড়েন অনুরাগীরা ৷
জুনিয়র এনটিআর লেখা পতাকাও ওড়াতে দেখা যায় অনুরাগীদের ৷ সেখানেই 'আরআরআর'-এর অস্কার জয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের অভিব্যক্তি ভাগ করে নেন এনটিআর ৷ তিনি বলেন, ''আমি প্রত্যেক দর্শক ও দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই । আরআরআর ছবির পাশে থাকার জন্য ৷ দর্শকদের ভালবাসা ও ফিল্ম ইন্ডাষ্ট্রির প্রত্যেকের কঠিন পরিশ্রমের ফল এই পুরস্কার ৷ আরআরআর-এর জন্য আমি গর্বিত ৷ এমএম কিরাবানী এবং চন্দ্রবোসের হাতে যখন অস্কার পুরস্কার আসে, সেটা আমার জীবনের সেরা মুহূর্ত ৷ '' পাশাপাশি কোরিওগ্রাফার প্রেম রক্ষিত বলেন, '' এটা জীবনের সেরা অনুভূতি যখন অস্কার পুরস্কার পাওয়ার পর এমএম কিরাবানী (MM Keeravaani) ও চন্দ্রবোস (Chandrabose) আমাকে জড়িয়ে ধরেন ৷ আমি ধন্য ৷ ''