কলকাতা, 20 এপ্রিল: ছোট পর্দার পর এবার ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় ৷ 'আমি সিরাজের বেগম' ধারাবাহিক দিয়ে টলিউড যাত্রা শুরু করেছিলেন তিনি ৷ তারপর 'মন ফাগুন' ধারাববাহির তাঁকে এনে দিয়েছে জনপ্রিয়তা ৷ এবার তিনি অন্য়ধারার সিরিজে নাম লেখাতে চলেছেন ৷ তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী ঐশ্বর্য সেন ৷ সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় ওয়েব সিরিজ 'হানিমুন'-এ দেখা যাবে জুটিকে ৷
বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন চলছিল, ওয়েব দুনিয়ায় আসতে চলেছেন শন ৷ কিন্তু বাকি সব কিছুই ছিল ধোঁয়াশায় ৷ অবশেষে জানা গিয়েছে, ফিল্মস অ্যান্ড ফ্রেমস' প্রযোজিত ক্লিক অরিজিনালস-এর আগামী ওয়েব সিরিজ 'হানিমুন' এ প্রধান মুখ হয়ে উঠছেন এই জুটি ৷ ওটিটি প্ল্য়াটফর্মে ঐশ্বর্য পরিচিত মুখ ৷ প্রথমে 'উৎসব' পরে, 'ফ্ল্যাটমেট', বা 'সন্ধ্যে নামার পরে'-এর মতো ওয়েব সিরিজে কাজ করেছেন ঐশ্বর্য ৷
কিন্তু শনের ওটিটি দুনিয়ায় প্রথম হাতেখড়ি ৷ 2019 সালে এখানে আকাশ নীল-এ ডা. উজান চট্টোপাধ্যায়ের ভূমিকায় ছোটপর্দার পরিচিত মুখ হয়ে উঠেছিলেন শন ৷ এরপর 2021 সালের ধারাবাহিক মন ফাগুন জনপ্রিয়তার শিখরে নিয়ে যায় সুপ্রিয়া দেবীর নাতি শনকে ৷ অন্যদিকে, পুণ্যি পুকুর, ইচ্ছে নদী, পটল কুমার গানওয়ালা, শুভ দৃষ্টি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, কোরা পাখি-তে কাজ করে ঘরের মেয়ে হয়ে উঠেছেন ঐশ্বর্য৷