পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Honeymoon Web Series: ওটিটির পর্দায় ডেবিউ অভিনেতা শনের, জুটি বেঁধে ঐশ্বর্যর সঙ্গে 'হানিমুন' - ওটিটির পর্দায় অভিনেতা শন

আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ হানিমুন ৷ জুটি বাঁধতে চলেছেন শন বন্দ্যোপাধ্যায় ও ঐশ্বর্য সেন ৷ সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় প্রথমবার ওটিটির পর্দায় জার্নি শুরু করছেন অভিনেতা শন ৷

Etv Bharat
'হানিমুন'-এর পথে শন-ঐশ্বর্য

By

Published : Apr 20, 2023, 7:05 AM IST

কলকাতা, 20 এপ্রিল: ছোট পর্দার পর এবার ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় ৷ 'আমি সিরাজের বেগম' ধারাবাহিক দিয়ে টলিউড যাত্রা শুরু করেছিলেন তিনি ৷ তারপর 'মন ফাগুন' ধারাববাহির তাঁকে এনে দিয়েছে জনপ্রিয়তা ৷ এবার তিনি অন্য়ধারার সিরিজে নাম লেখাতে চলেছেন ৷ তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী ঐশ্বর্য সেন ৷ সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় ওয়েব সিরিজ 'হানিমুন'-এ দেখা যাবে জুটিকে ৷

বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন চলছিল, ওয়েব দুনিয়ায় আসতে চলেছেন শন ৷ কিন্তু বাকি সব কিছুই ছিল ধোঁয়াশায় ৷ অবশেষে জানা গিয়েছে, ফিল্মস অ্যান্ড ফ্রেমস' প্রযোজিত ক্লিক অরিজিনালস-এর আগামী ওয়েব সিরিজ 'হানিমুন' এ প্রধান মুখ হয়ে উঠছেন এই জুটি ৷ ওটিটি প্ল্য়াটফর্মে ঐশ্বর্য পরিচিত মুখ ৷ প্রথমে 'উৎসব' পরে, 'ফ্ল্যাটমেট', বা 'সন্ধ্যে নামার পরে'-এর মতো ওয়েব সিরিজে কাজ করেছেন ঐশ্বর্য ৷

কিন্তু শনের ওটিটি দুনিয়ায় প্রথম হাতেখড়ি ৷ 2019 সালে এখানে আকাশ নীল-এ ডা. উজান চট্টোপাধ্যায়ের ভূমিকায় ছোটপর্দার পরিচিত মুখ হয়ে উঠেছিলেন শন ৷ এরপর 2021 সালের ধারাবাহিক মন ফাগুন জনপ্রিয়তার শিখরে নিয়ে যায় সুপ্রিয়া দেবীর নাতি শনকে ৷ অন্যদিকে, পুণ্যি পুকুর, ইচ্ছে নদী, পটল কুমার গানওয়ালা, শুভ দৃষ্টি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, কোরা পাখি-তে কাজ করে ঘরের মেয়ে হয়ে উঠেছেন ঐশ্বর্য৷

আরও পড়ুন: একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতল 'মহাভোজ'

ফলে নতুন এই জনপ্রিয় জুটিকে ওটিটির পর্দায় একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক ৷ মূলত, গল্পের চিত্রনাট্য কিছুটা এই রকম ৷ ঈশান সফল একজন ব্যক্তি, উচ্চপদে কর্মরত। সে ওয়ার্কোহলিক ও কেরিয়ারিস্টিক হলেও রঞ্জিনীর জন্য ঠিক সময় বের করে নেন সে। সুখী দাপত্য তাঁদের। তবে এর আড়ালে লুকিয়ে আছে অনেক না বলা কথা, চাপা সত্য এবং অনেকটা আড়াল। রঞ্জিনীর এক অতীত রয়েছে। যা তার কাছে দু:স্বপ্নের মতো। আর তা নিয়ে আগ্রহ নেই ঈশানের। বিয়ের ছ'মাস পর নিজেদের হনিমুনে গিয়ে সুখী দম্পতি রঞ্জিনী এবং ঈশানের সঙ্গে আলাপ হয় শেখরের। তাঁর প্রভাবেই তছনছ ও রক্তাক্ত হতে থাকে ঈশান এবং রঞ্জিনীর জীবন। কেন করছে শেখর এরকম? রঞ্জিনীর অতীতটাই বা কী? তারই উত্তর পাওয়া যাবে 'হানিমুন'-এ।

উল্লেখ্য, সিরিজের সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মধূসুদন শি, আকাশ শেট্টি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌমিত দেব, সঙ্গীত পরিচালনায় প্রাঞ্জল - শমীক, সম্পাদনায় কৌস্তভ সরকার। শেখরের চরিত্রে অভিনয় করেছেন সুব্রত দত্ত। এ ছাড়াও অন্যান্য ভূমিকায় রয়েছেন অদ্রিজা ঘোষ (শিশুশিল্পী), অনু চট্টোপাধ্যায়, সুমি চক্রবর্তী, তরুণ চক্রবর্তী প্রমুখ।

ABOUT THE AUTHOR

...view details