মুম্বই, 21 সেপ্টেম্বর: প্রয়াত আইকনিক অভিনেতা অশোক কুমারের কন্যা তথা অভিনেত্রী ভারতী জাফরি(Ashok Kumar daughter Bharti Jaffery dies ) ৷ একটি সোশাল মিডিয়া পোস্টের এই খবরটি শেয়ার করেছেন তাঁর জামাই তথা অভিনেতা কানওয়ালজিৎ সিং ৷ তিনি জানিয়েছেন মঙ্গলবার মৃত্যু হয়েছে এই প্রবীণ অভিনেত্রীর(Bharti Jaffery Ashok Kumar daughter) ৷
কনওয়ালজিৎ ইনস্টাগ্রামে জানিয়েছেন, মঙ্গলবার চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন তাঁদের এই প্রিয় মানুষটি (Bharti Jaffery death news )৷ তবে ঠিক কী কারণে মৃত্যু তা অবশ্য় জানানো হয়নি ৷ প্রসঙ্গত ইনস্টাগ্রামে তাঁদের পরিবারের একটি পুরোনো ছবিও শেয়ার করেছেন কনওয়ালজিৎ ৷ পুরোনো স্মৃতি রোমন্থনেই এদিন ডুব দিয়েছেন তিনি ৷