হায়দরাবাদ, 22 জুলাই:বক্সিং কিংবদন্তি মাইক টাইসনকে আগামীতে পর্দায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার 'লাইগার' ছবিতে ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ ট্রেলারে বিজয়কে দেখা গিয়েছে একজন বক্সিং খেলোয়াড় হিসাবে ৷ রোম্যান্স থ্রিল এবং অ্যাকশনে ভরপুর এই ছবির কয়েক ঝলক দেখে ইতিমধ্যেই নেচে উঠেছেন দর্শকরা ৷ বৃহস্পতিবার ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ছবি নিয়ে নানা ঘটনার কথা তুলে ধরেছেন বিজয় ৷ তার একটি কাহিনিতে উঠে এসেছে তাঁর মায়ের কথাও ৷
কথায় বলে মায়ের মনে সন্তান ঠিক কী ? তা একজন মা ছাড়া আর কারও পক্ষেই জানা সম্ভব নয় ৷ এই ছবিতে মাইক টাইসনের ক্যামিয়োর কথা শুনেও রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন বিজয়ের মা ৷ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বিজয় বলেন, "হ্যাঁ আমার মা খুবই চিন্তিত হয়ে পড়েছিল যে মাইক টাইসন আমার হাড়গোড় ভেঙে ফেলতে পারে ৷ মা অনেকদিন ধরে শুধুই প্রার্থনা করছিলেন এবং আমার সুরক্ষার জন্য আমার কপালে 'বিভূতি'-ও ছুঁইয়ে দিয়েছিলেন(Vijay Deverakonda mom on him working with Mike Tyson) ৷ "