পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sayantika in Bangladesh: বাংলাদেশি ছবি নিয়ে বেজায় ব্যস্ত সায়ন্তিকা, দেখুন শুটিংয়ের ঝলক - Shoot in Bangladesh ট

বেশ কিছুদিন বিরতির পর ফের শুটিং শুরু। বাংলাদেশের নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত সায়ন্তিকা বন্দোপাধ্যায় ৷ নিজেই শেয়ার করলেন কাজের ঝলক ৷

Sayantika in Bangladesh
বাংলাদেশের ছবিতে কাজ করছেন সায়ন্তিকা

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 1:18 PM IST

কক্সবাজার, 4 সেপ্টেম্বর:রাজনীতির পাশাপাশি অভিনয়টাও সুন্দরভাবে সামলে চলেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায় ৷ বর্তমানে তিনি কাজ করছেন বাংলাদেশি একটি ছবিতেও ৷ ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি ৷ বেশ কিছুদিনের বিরতির পর সায়ন্তিকার জন্য এই ছবি যে একেবারে নতুন মোড় তা বলাই বাহুল্য ৷ আর এবার সেই শুটিংয়ের ফাঁকেই অনুরাগীদের জন্য একটি সুন্দর ঝলক শেয়ার করলেন নায়িকা ৷ ছবির একটি রোম্যান্টিক গানের শুটিংয়ের জন্য আপাতত কক্সবাজারে রয়েছেন সায়ন্তিকা ৷

সোমবার অভিনেত্রীর দেখা মিলল সাগরবেলায় ৷ তাঁর পরনে এদিন ছিল টুকটুকে লাল শাড়ি ৷ খোলা চুল উড়ছিল সমুদ্রের দামাল হাওয়ায় ৷ ছবি দেখে তো রীতিমতো মুগ্ধ অনুরাগীরা ৷ পোস্টের ক্যাপশানে তিনি লেখেন, "মন ভেসে যায় তোর নেশাতে ৷" যদিও এটাই তাঁর ছবির গানের লাইন কি না তা অবশ্য জানা যায়নি ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন জায়েদ খানের সঙ্গে ৷ এর আগেও বাংলাদেশি অভিনেতা শাকিব খানের কাজ করেছেন অভিনেত্রী ৷ সেই ছবির নাম ছিল 'নাকাব' ৷ তবে সম্পূর্ণ বাংলাদেশি ছবিতে এই প্রথমবার কাজ করছেন অভিনেত্রী ৷

টলিউড এবং ঢালিউডের নায়ক-নায়িকাদের ক্ষেত্রে এটা অবশ্য খুবই স্বাভাবিক একটি বিষয় ৷ এর আগে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসানের মতো একাধিক অভিনেতা-অভিনেত্রী কাজ করেছেন কলকাতার ছবিতে ৷ আগামিদিনেও সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করবেন চঞ্চল চৌধুরী ৷
আরও পড়ুন:স্বস্তিকার নতুন 'সম্পর্ক' ! সামাজিক মাধ্যমে জানালেন খুশির খবর

আর এবার আরও একবার ঢালিউডে বাংলার নায়িকা ৷ সায়ন্তিকার আগে বাংলাদেশের ছবিতে একসময় পরপর কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ বলতে হবে পার্নো মিত্রর কথাও ৷ পার্নোও একসময় ঢালিউডের ছবিতে বেশ নজর কেড়েছেন ৷ এবার পালা সায়ন্তিকার ৷ আর সেই লক্ষ্যে কাজও যে শুরু হয়ে গিয়েছে তার প্রমান মিলল সোমবার ৷ এদিন সকাল সকাল শুটিং শুরু হয়ে গেল কক্সবাজারের সাগরবেলায় ৷

ABOUT THE AUTHOR

...view details