কলকাতা, 19 সেপ্টেম্বর: সম্প্রতি বাংলাদেশ থেকে শুটিং সেরে দেশে ফিরেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ৷ আর তার ফেরার পরপরই শুরু হয়েছে নানান গুঞ্জন ৷ বাংলাদেশি ছবির প্রযোজক নাকি সংবাদ মাধ্যমে কুরুচিকর মন্তব্যও করেছেন নায়িকাকে নিয়ে ৷ এমনকী এই ঘটনায় মুখ খুলতে হয়েছে ছবির নায়ক তথা অভিনেতা জায়েদ খানকেও ৷ এই সমস্ত ঘটনার মাঝেই মঙ্গলবার একটি রহস্যময় পোস্ট শেয়ার করলেন সায়ন্তিকা ৷
সোশালে এদিন অভিনেত্রী যে পোস্টটি শেয়ার করেছেন তাতে লেখা রয়েছে একটি ছোট্ট লাইন ৷ লাইনটি হল, "পুরুষের টাকা কখনও একজন স্বাধীনচেতা নারীকে টলায় না ৷" সম্প্রতি তাঁকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়েই কি এই মন্তব্যের আশ্রয় নিলেন অভিনেত্রী ? না তা অবশ্য লিখলেন না নায়িকা ৷ আরও বেশ কয়েকটি পোস্ট এদিন করেছেন সায়ন্তিকা ৷ তার মধ্যে একটি ভিডিয়ো আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব নিয়ে আর একটি পোস্টে তাঁকে দেখা গিয়েছে তাঁর প্রিয় পোষ্যটির সঙ্গে ৷
অভিনেত্রীর বাংলাদেশি ছবির কাজ নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে ৷ কারণ বেশ কিছুদিন আবার এই ছবির হাত ধরে পর্দায় ফেরার কথা ছিল সায়ন্তিকার ৷ ইতিমধ্যেই গান এবং অন্যান্য শুটিং পর্বের বেশকিছু ক্লিপিংও সোশালে শেয়ার করেছিলেন নায়িকা ৷ কিন্তু তিনি কলকাতায় ফিরতেই খবর ছড়াতে শুরু করে শুটিং ছেড়ে মাঝপথেই নাকি চলে এসেছেন তিনি ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, শুটিং অব্যবস্থা নিয়ে নাকি প্রশ্নও তুলতে বাধ্য হয়েছিলেন নায়িকা ৷