কলকাতা, 17 এপ্রিল : 'অল্প হলেও সত্যি'র পর ফের বড়পর্দায় জুটি বাঁধছেন সৌরভ দাস (Saurav Das Darshana Banik) এবং দর্শনা বণিক (Saurav Darshana in Hridaypur)। এ বার তাঁদের দেখা হবে হৃদয়পুরে (new Bengali film Hridaypur)। আবারও এক প্রেমের ছবিতে জুটি বাঁধছেন সৌরভ দাস ও দর্শনা বণিক । ছবির নাম 'হৃদয়পুর' । ছবির পরিচালনার দায়িত্বে সৌম্যজিৎ আদক । একটি খুনকে কেন্দ্র করে শুরু হয় ছবির গল্প । এরপর আসে প্রেম, রহস্যের আনাচকানাচ ।
গল্পের দিকে তাকালে জানা যায়, শহরের ছেলে সৌরভ গ্রামে আসে চাকরির সূত্রে । সেখানেই তার দেখা হয় গ্রামের প্রধানের মেয়ে শ্রেয়ার সঙ্গে । গল্পের মূল স্রোত ভেসে চলে সৌরভ-শ্রেয়ার প্রেমের কাহিনি জুড়ে । তাদের প্রেমের গল্প প্রশ্ন তোলে - প্রেম নাকি প্রতিশোধ ? প্রেমের আড়ালে কি লুকিয়ে আছে কোনও অজানা গল্প ? এ সব প্রশ্নের উত্তর সাজিয়েই বাংলা ছবি 'হৃদয়পুর'।