পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সাদা ধুতি-পাঞ্জাবিতে গায়ে হলুদে সিক্ত সৌরভ, শাঁখা-পলা পরে অপেক্ষারত দর্শনা - saurav das

Saurav-Darshana Wedding: জমজমাট বিয়ে বাড়ি ৷ সৌরভ-দর্শনার গায়ে হলুদ হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ সেই ভিডিয়ো ও ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

Etv Bharat
গায়ে হলুদে সিক্ত সৌরভ, মিষ্টি লাগছে দর্শনাকেও

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 1:06 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ৷ সন্ধে নামলেই মনের মানুষ দর্শনা বণিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অভিনেতা সৌরভ দাস ৷ গতকালই মিটে গিয়েছে অধিবাসের নিয়ম পর্ব ৷ আজ সকালে সৌরভ ও দর্শনার গায়ে হলুদের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ হাসি-মজা, ঠাট্টায় জমে উঠেছে টলিউড পাড়ায় বিয়ের আসর ৷

সৌরভের গায়ে হলুদের পর তা পৌঁছে যাবে দর্শনা বণিকের বাড়িতে । সকালে বাড়ির ছাদে সাদা ধুতি এবং পাঞ্জাবিতে ধরা দেন সৌরভ দাস । তাঁর গায়ে হলুদ মাখালেন পরিবার এবং আত্মীয়স্বজনেরা । সৌরভ সাদা পোশাকে ধরা দিলেও পরিবারের সদস্যদের দেখা গিয়েছে হলুদ রঙের শাড়ি ও পাঞ্জাবিতে ৷ লক্ষ্মী ছেলেটির মতো সব নিয়ম মেনে চলছেন তিনি। অন্যদিকে, সৌরভের বাড়ি থেকে হলুদ আসার অপেক্ষায় দর্শনা । তিনি সেজেছেন সোনালি রঙের চওড়া পাড়ের হলুদ শাড়িতে ৷ মাথায় টিকলি, কানে ঝুমকা, হাতে শাঁখা-পলায় মিষ্টি লাগছে অভিনেত্রী দর্শনাকে।

সৌরভের গায়ে হলুদ পর্ব

মূলত, বৃহস্পতিবার থেকেই আইবুড়ো ভাতের পাশাপাশি, অধিবাসের নিয়ম সম্পন্ন করেছেন দর্শনা ৷ সেই ছবি ও ভিডিয়ো নিজেই শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ এ দিন দর্শনার সাজ ছিল সিম্পল অথচ এলিগ্যান্ট ৷ অধিবাসের দিন দর্শনা বেছে নিয়েছিলেন লাল রঙের চওড়া পাড়ের ঘিয়ে রঙের শাড়ি ৷ লাল রঙের ব্লাউজ ৷ গলায় ছিল সোনার চিক ও ডিজাইন করা আর একটি হার ৷ হাতে মেহেন্দি ও আঙুলে লাল আলতা ৷ হাতে মোটা সোনার বালা ৷ সব মিলিয়ে দর্শনার প্রতিটা সাজে মুগ্ধ নেটপাড়া ৷

ইতিমধ্যেই বিয়ে উপলক্ষে আলোর মালায় সেজে উঠেছে দর্শনা ও সৌরভের বাড়ি। আলোর পাশাপাশি ফুলের সাজও দেখা গিয়েছে বাড়িতে ৷ গাঁদা ছাড়াও কৃত্রিম ফুল দিয়েও সাজানো হয়েছে বাড়ির চারপাশ ৷ অন্যান্য ভিডিয়োতে ধরা পড়েছে গাছকৌটো, ধানদূর্বা দিয়ে সাজানো থালা, প্রদীপের আগুন ৷ জীবনের বিশেষ মুহূর্তগুলো দর্শনা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷

দর্শনার বিয়ের বেনারসীতেও রয়েছে চমক ৷ লাল বেনারসীতে থাকছে রুপোর উপর সোনার জলের কাজ ৷ আর হবু বর সৌরভ বিশেষ দিনে পরবেন সাদা ধুতি-পঞ্জাবি আর লাল রংয়ের শাল । ওয়েডিং লুকের আদলেই করা হয়েছে সৌরভ-দর্শনার বিয়ের কার্ডের ডিজাইন । যাবতীয় প্রস্তুতি সারা ৷ টলিউডের লাভ বার্ডের সাত পাকে বাঁধা পড়া আর কয়েক ঘণ্টার অপেক্ষা ৷

আরও পড়ুন

1. 'ফাইটার' মুক্তির আগে তিরুপতি দর্শনে দীপিকা, লাইনে দাঁড়িয়ে দিলেন পুজো

2.মা শ্রীদেবীকে ছবির সেটে আসতে বারণ করা জীবনের সবচেয়ে বড় ভুল, আজও আফসোস করেন মেয়ে জাহ্নবী

3.শিরডি মন্দিরে মেয়ে সুহানার সঙ্গে শাহরুখ, ডাঙ্কি মুক্তির আগে সাঁই বাবার দর্শনে বাদশা

ABOUT THE AUTHOR

...view details