হায়দরাবাদ, 30 জুন: 'ভুল ভুলাইয়া 2' ছবির বিপুল সাফল্যের পর কার্তিক আরিয়ান-কিয়ারা আদবানির নতুন কাজ দেখার জন্য় মুখিয়েছিলেন অনেক সিনে অনুরাগীই ৷ এবার সমীর বিদ্যানের ছবির হাত ধরে সেই আশা পূরণ হল অনুরাগীদের ৷ সমীর বিদ্যানের 'সত্যপ্রেম কি কথা' ছবিও প্রথম দিন জমিয়ে রাজ করল বক্স অফিসে ৷ প্রথম বৃহস্পতিবারেই 9 কোটিরও বেশি আয় করল এই ছবি ৷ এর আগে সারা আলি খান-ভিকি কৌশলের 'জরা হাটকে জরা বাঁচকে'ও বেশ সাফল্য পেয়েছিল বক্স অফিসে ৷ সাধারণ মধ্যবিত্ত পরিবারের এই কাহিনি বেশ মন জয় করেছিল অনুরাগীদের ৷
অনেকেই আশা করেছিলেন 'সত্যপ্রেম কি কথা'ও মন কাড়বে দর্শকের ৷ লুকোনো কমেডি তো বটেই সঙ্গে সাদামাটা এক গুজরাতি পরিবার থেকে উঠে এক নায়কের কথা তুলে ধরে এই কাহিনি ৷ ট্রেলারেই দেখা গিয়েছিল সত্যপ্রেম অর্থাৎ কার্তিক চান কিয়ারা রূপী কথা তাঁর প্রেমে সম্মতি জানাক ৷ ধীরে ধীরে তাঁদের সম্পর্ক এগোয় বিয়ের দিকে ৷ একসময় দু'জনের ইচ্ছেমতোই এক হয় চারহাত ৷ কিন্তু তারপর থেকেই শুরু নানান জটিলতা ৷