হায়দরাবাদ, 6 জুলাই: বলিউডে এখন পসার জমাচ্ছে মধ্যবিত্ত পরিবারের কাহিনি নিয়ে তৈরি বিভিন্ন রমকম ছবিগুলি ৷ 'তু ঝুটি ম্যায় মক্কার', 'জরা হাটকে জরা বাঁচকে'র মতোই এবার 50 কোটির ক্লাবে জায়গা করে নিয়ে কার্তিক আরিয়ান-কিয়ারা আদবানি অভিনীত ছবি 'সত্যপ্রেম কি কথা'ও ৷ মুক্তির সাত দিনের মধ্য়েই বক্স অফিসের দৌড়ে বেশ এগিয়ে গেল ছবিটি ৷ প্রথমদিনই বোঝা গিয়েছিল আরও একবার অনুরাগীদের মন জয় করতে চলেছে 'সত্যপ্রেম কি কথা' ৷
প্রথম দিন এই ছবি খাতা খুলেছিল 9.25 কোটি টাকা দিয়ে ৷ এরপর আরও বেশকিছুটা বেড়েছিল ছবির আয় ৷ 12 কোটি পর্যন্ত একদিনে আয় করেছে 'সত্যপ্রেম কি কথা' ৷ তবে সপ্তাহের শেষের দিকে একটু কমেছে আয় ৷ যদিও সমালোচকদের মন এবারও শুরুতেই জয় করেছিলেন কার্তিক-কিয়ারা ৷ তরণ আদর্শের মতো অনেক সমালোচকের কাছেই 'ভুল ভুলাইয়া 2'-এর মতোই প্রশংসা কুড়িয়েছিল 'সত্যপ্রেম কি কথা'ও ৷ যদিও বুধবার ব্যবসা একটু কমেছে তবে অনেকেই মনে করছেন সপ্তাহের শেষে আবারও ঘুরে দাঁড়াবে এই ছবি ৷