মুম্বই, 5 জুন:মুক্তি পেল কার্তিক আরিয়ান-কিয়ারা আদবানি অভিনীত 'সত্যপ্রেম কি কথা' ছবির ট্রেলার ৷ সোমবার সমীর বিদ্য়ান পরিচালিত এই ছবির ঝলক সোশালে শেয়ার করলেন নির্মাতারা ৷ এর আগে টিজারেই বেশ শোরগোল ফেলেছিল এই ছবি ৷ গতবছর মুক্তি পেয়েছিল কার্তিক-কিয়ারার 'ভুল ভুলাইয়া 2' ৷ ডার্ক এই কমেডি ছবিতেও কার্তিক কিয়ারার অনস্ক্রিন রসায়ন নজর কেড়েছিল সকলের ৷ আর সেই অনস্ক্রিন রসায়ন কাজে লাাগালেন সমীর বিদ্য়ান ৷
জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের এই নতুন ছবি যে আদ্য় প্রান্ত একটি প্রেমের গল্প নিয়ে হাজির হতে চলেছে তা বুঝে নিতে অসুবিধা হয়না ৷ ট্রেলারেও রয়েছে তেমনই আভাস ৷ সত্যপ্রেম আর কথার প্রেমের কাহিনিই রয়েছে এই ছবির মূলে ৷ গল্পের কেন্দ্রে রয়েছে একটি গুজরাতি পরিবার ৷ সেই পরিবারেরই সন্তান কার্তিক ৷ প্রথম পর্বে দেখানো হয় তার সমস্যা একটাই বাবা, মা তার বিয়ের কোনও ব্যবস্থা করছে না অথচ সে বিয়ের জন্য একেবারে উতালা ৷