পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Satya Prem Ki Katha Trailer: রোম্যান্টিক মেজাজে কার্তিক ও কিয়ারা, মুক্তি পেল 'সত্যপ্রেম কি কথা'র ট্রেলার - Satya Prem Ki Katha Trailer

মুক্তি পেল কার্তিক-কিয়ারার 'সত্যপ্রেম কি কথা' ছবির ট্রেলার ৷ 29 জুন প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি ৷

Satya Prem Ki Katha Trailer
মুক্তি পেল সত্যপ্রেম কি কথার ট্রেলার

By

Published : Jun 5, 2023, 12:49 PM IST

মুম্বই, 5 জুন:মুক্তি পেল কার্তিক আরিয়ান-কিয়ারা আদবানি অভিনীত 'সত্যপ্রেম কি কথা' ছবির ট্রেলার ৷ সোমবার সমীর বিদ্য়ান পরিচালিত এই ছবির ঝলক সোশালে শেয়ার করলেন নির্মাতারা ৷ এর আগে টিজারেই বেশ শোরগোল ফেলেছিল এই ছবি ৷ গতবছর মুক্তি পেয়েছিল কার্তিক-কিয়ারার 'ভুল ভুলাইয়া 2' ৷ ডার্ক এই কমেডি ছবিতেও কার্তিক কিয়ারার অনস্ক্রিন রসায়ন নজর কেড়েছিল সকলের ৷ আর সেই অনস্ক্রিন রসায়ন কাজে লাাগালেন সমীর বিদ্য়ান ৷

জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের এই নতুন ছবি যে আদ্য় প্রান্ত একটি প্রেমের গল্প নিয়ে হাজির হতে চলেছে তা বুঝে নিতে অসুবিধা হয়না ৷ ট্রেলারেও রয়েছে তেমনই আভাস ৷ সত্যপ্রেম আর কথার প্রেমের কাহিনিই রয়েছে এই ছবির মূলে ৷ গল্পের কেন্দ্রে রয়েছে একটি গুজরাতি পরিবার ৷ সেই পরিবারেরই সন্তান কার্তিক ৷ প্রথম পর্বে দেখানো হয় তার সমস্যা একটাই বাবা, মা তার বিয়ের কোনও ব্যবস্থা করছে না অথচ সে বিয়ের জন্য একেবারে উতালা ৷

শেষে বাবা মা একপ্রকার বিরক্ত হয়েই তাকে জানিয়ে দেয় নিজের জন্য পাত্রী সে নিজেই খুঁজে নিক ৷ এরপরই সত্যপ্রেমের জীবনে কিয়ারা অর্থাৎ কথার আবির্ভাব ৷ তাদের মধ্য়ে জমে ওঠে প্রেম ৷ প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত ৷ কিন্তু সম্পর্কের সব দিন তো সমান যায় না ৷ আর তাই এই স্বাভাবিক নিয়মে সম্পর্কেও আসে বিচ্ছেদের মুহূর্তও ৷ এরপর কীভাবে এগোয় কাহিনি জানতে গেলে দেখতে হবে 'সত্যপ্রেম কি কথা' ৷

আরও পড়ুন:ছোটপর্দায় ডিজাইনার হওয়ার গল্প নিয়ে হাজির 'তুঁতে'

কিয়ারা এবং কার্তিক ছাড়াও ছবিতে দেখা যাবে সিদ্ধার্থ রেন্ডারিয়া, শিখা তলসানিয়া, রাজপাল যাদব, অনুরাধা প্যাটেলের মতো অভিনেতা-অভিনেত্রীদের ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াওয়ালা, শারিন মন্ত্রী কেডিয়া এবং কিশোর আরোরা ৷ 'সত্যপ্রেম কি কথা'র গল্প লিখেছেন করণ শ্রীকান্ত শর্মা ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 29 জুন ৷

ABOUT THE AUTHOR

...view details