মুম্বই, 6 অক্টোবর:'ভুল ভুলাইয়া-2' ছবির অভূতপূর্ব সাফল্যকে সঙ্গী করে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানি জুটি এবার শেষ করলেন পরবর্তী ছবির প্রথম পর্বের শুটিং ৷ যে ছবির নাম 'সত্যপ্রেম কি কথা' (Kartik Aaryan And Kiara Advani ) ৷ এই ছবির সেটে কার্তিক এবং কিয়ারার নাচের একটি ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হল ৷ দশেরার দিনেই সামনে এসেছে ভিডিয়োটি ৷ যা শেয়ার করেছেন কার্তিক আরিয়ান (satya prem ki katha first schedule ends) ৷
বুধবার এই ভিডিয়োটি শেয়ার করে কার্তিক আরিয়ান লিখেছেন, "দশেরার দিনে, আমাদের এক মাসের একটানা মজার প্রথম শিডিউলটি শেষ হয়েছে ৷ আমরা সবাই মিলে আজ অনেক মজা করেছি ৷"
কয়েকমাস আগে মুক্তি পাওয়া কার্তিক-কিয়ারা জুটির প্রথম ছবি ডার্ক কমেডি 'ভুল-ভুলাইয়া 2' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছে (Kartik Aaryan And Kiara Advani Films) ৷ টাকার অংকে সাফল্যের হিসাব কষলে বিশ্বব্যাপী প্রায় 230 কোটি টাকা আয় করেছিল এই ছবি ৷ একের পর এক হিন্দি ছবি যখন মুখ থুবড়ে পড়ছে তখন কার্তিক-কিয়ারা জুটির এই সাফল্য যে নজরকাড়া ছিল, তা স্বীকার করতেই হবে ৷