কলকাতা, 9 জানুয়ারি: টলিউড এবং বলিউড দুই ক্ষেত্রেই বেশ চুটিয়ে অভিনয় করে চলেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ৷ মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর 'রহস্য়ময়' ৷ আর এবার সামনে এল তাঁর নতুন প্রজেক্টের খবর ৷ শাশ্বত এবার জুটি বাঁধতে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রির মজনু ভাইয়ের সঙ্গে ৷ হ্য়াঁ ঠিকই ধরেছেন অনিল কাপুরের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন ইন্ডাস্ট্রির অপুদা ৷ সামনে এল এই হটস্টার স্পেশাল শোয়ের প্রথম পোস্টার ৷
'কাহানি'-র বব বিশ্বাস চরিত্রটিতে অভিনয় করার পর থেকেই বলিউডেও বেশ পরিচিতি লাভ করেছিলেন শাশ্বত চট্টোপাধ্য়ায় ৷ যদিও তিনি নিজেই স্বীকার করেছেন বব বিশ্বাসের মত একটি আইকনিক চরিত্রে অভিনয় করার পরেও বেশকিছুটা সময় তাঁর লেগে গিয়েছিল বলিউডে আবার কাজ পেতে ৷ তবে এখন তিনি সমানে কাজ করে চলেছেন দুই ইন্ডাস্ট্রিতেই ৷ একদিকে যেমন তাঁকে বাংলায় দেখা গিয়েছে 'মহিষাসুরমর্দ্দিনী' ছবিতে তেমনই তিনি স্বমহিমায় মন জিতে নিয়েছেন 'মহাভারত মাডার্স'-এও ৷ আগামীতেও বেশ কয়েকটি কাজ চলেছে প্রিয় অপুদার ৷ যেমন ফিরছে 'আবার প্রলয়' তেমনই পর্দায় 'কাঁটায় কাঁটায়' টক্করও নেবেন তিনি ৷