পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Zara Hatke Zara Bachke Trailer Out: রোম্যান্টিক মেজাজে ভিকি-সারা, মুক্তি পেল 'জরা হাটকে জরা বাঁচকে'র ট্রেলার - Zara Hatke Zara Bachke Trailer Out

সোমবার মুক্তি পেল সারা-ভিকি অভিনীত 'জরা হাটকে জরা বাঁচকে' ছবির ট্রেলার ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 2 জুন ৷

Zara Hatke Zara Bachke Trailer Out
সারা ভিকি অভিনীত জরা হাটকে জরা বাঁচকে ছবির ট্রেলার মুক্তি

By

Published : May 15, 2023, 1:52 PM IST

হায়দরাবাদ, 15 মে:লক্ষণ উতেকর পরিচালিত নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন ভিকি কৌশল এবং সারা আলি খান ৷ এই খবর সামনে এসেছিল বেশ কিছুদিন আগেই ৷ আর অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ সারা-ভিকির এই নতুন ছবির নাম 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ রোম্যান্টিক এই গল্পটি আবর্তিত হয় এক কপোত-কপোতীকে ঘিরে ৷ ছবিটির গল্প তৈরি হয়েছে ইন্দোর শহরের প্রেক্ষাপটে ৷

ট্রেলারে দেখা গিয়েছে, কপিল এবং সৌম্যা নামের এক মধ্যবিত্ত দম্পতির কাহিনি ৷ সম্পর্কের শুরুটা তারা করেছিল একান্নবর্তী পরিবারেই ৷ কিন্তু একসময় সম্পর্কে আসে তিক্ততা ৷ ধীরে ধীরে তা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়ায় ৷ কোন দিকে এগোবে এই গল্প সেটাই এখন দেখার ৷ তবে হাসি আর খুনসুটিতে ভরা এই ছবির কাহিনি ৷

এর আগে কার্তিক আরিয়ান-কৃতি স্যাননকে নিয়ে 'লুকা ছুপি'র মতো ছবি উপহার দিয়েছেন লক্ষণ ৷ আর তাই তাঁর এই নতুন ছবি নিয়েও ভীষণ আশাবাদী দর্শকরা ৷ এখন এই রোম্য়ান্টিক কমেডি সিনে অনুরাগীদের কতখানি আকর্ষণ করে সেটাই দেখার ৷ এই ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 2 জুন ৷ রবিবার সারা-ভিকি জানিয়েছিলেন সোমবার মুক্তি তাঁদের এই নতুন ছবির ঝলক ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে দীনেশ বিজানের ম্যাডক ফিল্মস ৷

অভিনয়ের কথা বলতে গেলে সারাকে শেষবার দেখা গিয়েছে ওটিটি প্রজেক্ট 'গ্যাসলাইট'-এ ৷ যদিও খুব বেশি যে নজর কেড়েছেন তিনি তা অবশ্য় বলা যায় না ৷ আগামীতে 'জরা হাটকে জরা বাঁচকে' ছবিটি ছাড়াও তাঁর হাতে রয়েছে 'অ্য়ায় ওয়াতন মেরে ওয়াতন' ছবির কাজ ৷ অন্য়দিকে, দেশাত্মবোধক ছবিতে দেখা যাবে ভিকি কৌশলকেও ৷ তিনি আগামীতে পর্দায় হাজির হতে চলেছেন মার্শাল শ্যাম মানেকশর কাহিনি নিয়ে ৷ সেই ছবির নাম 'শ্য়াম বাহাদুর'৷

আরও পড়ুন:150 কোটির ক্লাবের দোরগোড়ায় 'দ্য কেরালা স্টোরি'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details