মুম্বই, 27 এপ্রিল: তিনি নবাবকন্যা ৷ তবে রাজকীয় আদব-কায়দার বাইরে বেরিয়ে তিনি যে সাধারণ জীবনযাপনেই বেশি সাবলীল এর আগে তা বারবার বুঝিয়েছেন সারা আলি খান ৷ এ বার তিনি চড়লেন আম আদমির মেট্রোতে ৷ সম্প্রতি মুম্বইয়ে আমজনতার মতোই মেট্রোয় সফর করলেন বলিউডের অভিনেত্রী ৷ তবে যাতায়াতের প্রয়োজনে নয়, তাঁর আসন্ন ফিল্মের প্রয়োজনেই তাঁর মেট্রো সফর বলে মনে করা হচ্ছে ৷ মেট্রোতে চড়ার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন সইফ-কন্যা ৷
ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর সাম্প্রতিক মেট্রো সফরের কথা জানিয়েছেন সারা আলি খান ৷ সেই ছবিতে দেখা গিয়েছে, মেট্রোর আসনে বসে রয়েছেন তিনি ৷ সাজ-পোশাক আর পাঁচজন সাধারণ যাত্রীদের মতোই ৷ পরনে একটি সাদা কুর্তা, চোখে চশমা ৷ এক গাল হেসে ক্যামেরার দিকে হাত নাড়ছেন সারা ৷
সেই পোস্টের ক্যাপশনে সারা লিখেছেন, "মুম্বই মেরি জান...আমি মুম্বই মেট্রোতে কখনও থাকব তা ভাবিনি ৷" তাঁর আসন্ন ফিল্ম মেট্রো ইন দিনোর সহ-অভিনেতা আদিত্য রয় কাপুর এবং পরিচালক অনুরাগ বসুকে পোস্টটি ট্যাগ করেছেন কেদারনাথ স্টার ৷ মনে করা হচ্ছে, মেট্রো ইন দিনোর শুটিং শুরু করেছেন সারা আলি খান ৷