হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: ছবিগুলি দেখে গুলিয়ে গেল তো ? সেটাই কিন্তু স্বাভাবিক ৷ আজকের সফল অভিনেত্রীকে দেখে ছোটবেলার সঙ্গে মেলানো যাবে না কোনওভাবেই ৷ ছবিগুলি হয়তো দু'দশকেরও বেশি পুরোনো ৷ একটি ছবিতে দেখা যাচ্ছে ভাই আর বোনকে ৷ আরেকটি ছবিতে দেখা গিয়েছে একটি ছোট্ট ছেলে খেলছে আপনমনে ৷ আর অন্যটিতে দেখা গিয়েছে একটি বাচ্চা মেয়েকে ৷ কে এই বাচ্চা মেয়েটি ? আর ছেলেটাই বা কে? মেয়েটি হলেন বলিউড সুন্দরী সারা আলি খান ৷ আর ছেলেটি তাঁর ভাই ইব্রাহিম আলি খান ৷
সারা নিজেই আজ শেয়ার করেছেন তাঁর এই ছবি ৷ আর লিখেছেন, 'ছেলেবেলা ৷' সঙ্গে তিনি শেয়ার করেছেন ভাই ইব্রাহিমের ছবিও ৷ ছবিতে দেখা যায় ভাইকে কোলে বসিয়ে আদর করছেন অভিনেত্রী ৷ অন্যদিকে আরও একটি ছবি এদিন শেয়ার করেছেন তিনি ৷ সেখানে দেখা গিয়েছে তাঁদের বর্তমান চেহারা ৷ সারা এবং ইব্রাহিম দু'জনকেই এদিন দেখা গিয়েছে ট্র্র্যাডিশনাল পোশাকে ৷ তাঁদের ছেলেবেলার এই ছবি বেশ নজর কেড়েছে অনুরাগীদের ৷