পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পাঁচ বছরে 'কেদারনাথ', প্রয়াত সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে ভাসলেন সারা আলি খান

Sara Ali Khan Recalling Kedarnath Days: পাঁচবছর আগে 7 ডিসেম্বর মুক্তি পেয়েছিল অভিষেক কাপুর পরিচালিত 'কেদারনাথ' ৷ এই ছবির হাত ধরে বিটাউনে পা রাখেন সারা আলি খান ৷ দীর্ঘ পথ পেরিয়ে আজও কেদারনাথ শুটিংয়ের সেই দিন মনের কোণে রয়ে গিয়েছে অভিনেত্রী সারার ৷

Etv Bharat
পাঁচ বছরে 'কেদারনাথ', নস্ট্যালজিক সারা

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 12:43 PM IST

হায়দরাবাদ, 8 ডিসেম্বর: বিটাউনের পর্দায় পাঁচটা বছর কাটিয়ে দিলেন সারা আলি খান ৷ প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রথমবার সিনে পর্দায় পা রাখেন 'কেদারনাথ' ছবির হাত ধরে ৷ 2018 সালে 7 ডিসেম্বর মুক্তি পায় 'কেদারনাথ' ৷ কিন্তু অভিনেত্রী সারার কাছে সেই দিন আজও গতকালের মতোই তরতাজা ৷ পাঁচবছর আগে ফেলে আসা সেই জায়গায় ফিরে গেলেন অভিনেত্রী ৷ প্রথম সহ-অভিনেতা প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে মনে করতেই আবেগপ্রবণ হয়ে পড়েন সারা ৷

লাইট, ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় পতৌদি পরিবারের মেয়ে প্রথম পা রাখেন অভিষেক কাপুরের ছবিতে ৷ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত তখন খ্যাতির মধ্যগগনে ৷ সেই সময় নিউকামার সারার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সুশান্ত ৷ কেদারনাথ বন্যার প্রেক্ষাপটে দুই ভিন্নধর্মী ছেলে-মেয়ের অপূর্ণ প্রেম ধরা পড়ে ছবিতে ৷ বক্সঅফিসে হিট করার পাশাপাশি, এই ছবিতে মনসুর খান তথা প্রয়াত সুশান্ত সিং রাজপুত ও মন্দাকিনি মিশ্র ত্রিপাঠী রয়ে যায় দর্শক মনে ৷

পাঁচ বছর পর সেই জায়গায় পৌঁছে যান 'আতরঙ্গি রে' অভিনেত্রী ৷ ইন্সটাগ্রামে ভিডিয়ো শেয়ার করে দেখান প্রথমবার ক্যামেরার সামনে শট কোথায় দিয়েছিলেন তিনি ৷ স্মৃতির সাগরে ডুব দেন অভিনেত্রী ৷ তিনি ক্যাপশনে লেখেন, " পাঁচ বছর কেটে গিয়েছে ৷ কিন্তু এখন গরম, স্পাইসি ধোঁয়া ওঠা ম্যাগির স্বাদ লেগে রয়েছে মুখে, ভিজে মাটির গন্ধ, ঠান্ডায় বৃষ্টিতে ভিজে কাঁপতে থাকার সেই দিন আমার আজও মনে রয়েছে ৷ গাট্টু স্যার রোল ক্যামেরা বললেই হার্টবিট বেড়ে যেত ৷ আরও ভালো আমি কীভাবে করতে পারি, তার জন্য বারাবার সুশান্তকে প্রশ্ন করা আর তার নিঃস্বার্থভাবে সাহায্য ও সাপোর্ট আমার সারাজীবন মনে থাকবে ৷"

অভিনেত্রী আরও বলেন, "পাহাড়ের কোলে রোদ-বৃষ্টির খেলা, প্যাক আপের পরে আমার ক্লান্ত-ঠান্ডা মুখে প্রথম সূর্যের আলো এসে পড়া এই সবকিছু আজও স্মৃতিতে তরতাজা ৷ পাঁচ বছর আগে সিলভার স্ক্রিনে আমি পা রেখেছি এবং জীবনের প্রতিটা মুহূর্ত আমি সিনেমাকে নিয়েই বাঁচতে চাই ৷ ধন্যবাদ অভিষেক কাপুর আমাকে মুক্কু চরিত্র দেওয়ার জন্য ৷ কেদারনাথ-তোমার সঙ্গে আবার দেখা হবে এপ্রিলে ৷"

কেদারনাথের শুটিং স্পটে গিয়ে উচ্ছ্বসিত সারা দেখান, প্রথম শট তিনি কোথায় দিয়েছিলেন, কোথায় ছিল মনসুরের মা আমিনা খানের ঘর, কোথায় বসে তিনি সুশান্তের জন্য বৃষ্টিতে ভিজছিলেন ৷ সেই সব কিছুর স্মৃতি সারার মতোই তাজা হয়ে ওঠে অনুরাগীদের মনেও ৷

আরও পড়ুন

1. প্রভাসের 'সালার' রেকর্ড ভাঙলেন কিং খান, মোস্ট ভিউড ট্রেলারের তালিকার শীর্ষে 'ডাঙ্কি'

2.হৃতিক-দীপিকার পর এবার প্রকাশ্যে অনিল কাপুরের 'ফাইটার' ছবির লুক

3.মনের মানুষ সৌম্যর সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন সন্দীপ্তা

ABOUT THE AUTHOR

...view details