হায়দরাবাদ, 28 মে : চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় প্রথমবার পা রেখেছেন অভিনেত্রী সারা আলি খান । রেড কার্পেট মাতিয়ে দিয়েছিলেন তাঁর ফ্যাশন স্টেটমেন্টে । এবার এক সাক্ষাৎকারে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও একবার তুলে ধরলেন নবাব নন্দিনী । বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা মানে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরা, আর সেটা অত্যন্ত গর্বের । আইফা অ্যাওয়ার্ড সেরেমনিতে উপস্থিত থেকে সারা আলি খানের বক্তব্য মুগ্ধ করেছে নেটিজেনদের ।
কেদারনাথ ছবি দিয়ে বি-টাউনে পা রেখেছিলেন সইফ-অমৃতা কন্যা সারা আলি খান । খুব কম সময়ে একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন দর্শকমনে । 'সিম্বা' বা 'আতরঙ্গি রে'-এর মতো ছবি তাঁকে দর্শকমহলে আরও জনপ্রিয় করে তুলেছে । 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর পা রাখা সেই জনপ্রিয়তাকে এগিয়ে দিয়েছে আরও এক ধাপ । সম্প্রতি আবু ধাবিতে 'আইফা অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী । সেখানে তাঁকে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ।
জবাবে অভিনেত্রী বলেন, "আমি মনে করি বিশ্বদরবারে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা উচিত । আমাদের দেশে একাধিক ভিন্ন ধারার সংস্কৃতি রয়েছে । বিভিন্ন ভাষাধর্মীর মানুষ এখানে থাকেন একসঙ্গে । এখানে ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে টান রয়েছে আমাদের । আমি গর্বিত, কান-এর মঞ্চে আমার দেশ সম্পর্কে কথা বলতে পেরে ।"