হায়দরাবাদ, 1 এপ্রিল:অনুরাগ বসু পরিচালিত 'আশিকি'-র দ্বিতীয় ইনস্টলমেন্টে কার্তিক আরিয়ান যে অভিনয় করছেন, সে কথা আগেই ঘোষণা করা হয়েছিল ৷ যদিও তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি। এমতাবস্থায় প্রাক্তন প্রেমিক কার্তিক আরিয়ানের বিপরীতে আশিকি-র সিক্যুয়েলে অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করলেন সারা আলি খান ৷ কয়েকবছর আগে সারা-কার্তিকের সম্পর্ক নিয়ে বেশ চর্চা হয়েছিল টিনসেল টাউনে। অনেকেই মনে করেন 2020 সালে 'লাভ আজকাল' ছবিতে কাজ করতে গিয়ে একে অপরকে মন দেন। তবে ছবির মুক্তির পর পর দু'জনের সম্পর্ক আর লম্বা হয়নি ।
সারা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁকে এই ছবির ব্যাপারে এখনও কিছুই জিজ্ঞাসা করা হয়নি । কিন্তু তিনি জানান, যদি নির্মাতারা তাঁকে ছবির জন্য অফার করেন তবে তিনি অবশ্য়ই এই ছবিতে অভিনয় করতে চান। খবর অনুযায়ী, ছবির প্রযোজকদের সঙ্গে অনেকদিন ধরেই কথা চলছে সারার । তবে এই ছবিতে অভিনেত্রীকে দেখা যাবে কি না, তা অবশ্য সময়ই বলে দেবে । তবে এর আগে একটি পডকাস্টে এসে কার্তিকের সঙ্গে তাঁর বিচ্ছেদের কাহিনিটি শেয়ার করেছিলেন নায়িকা ।