পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রাক্তন প্রেমিক কার্তিকের জন্মদিনে শুভেচ্ছা সারার - sara ali khan kartik aaryan love aaj kal

Sara Ali Khan Extends Birthday Wishes to Kartik Aaryan: প্রাক্তন প্রেমিক কার্তিক আরিয়ানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সারা আলি খান ৷ তাঁদের একটি পুরোনো ছবি শেয়ার করেন তিনি ৷

Sara Ali Khan extends birthday wishes to Kartik Aaryan
প্রাক্তন প্রেমিকের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সারা আলি খান

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 7:39 PM IST

প্রাক্তন প্রেমিক কার্তিক আরিয়ানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সারা আলি খান

হায়দরাবাদ, 22 নভেম্বর:প্রাক্তন প্রেমিকের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সারা আলি খান ৷ কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহুবার চর্চা হয়েছে অতীতে ৷ সারা তাঁদের একটি পুরোনো ছবি শেয়ার করে এদিন শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে ৷ যদিও সারা এবং অনন্যা পাণ্ডে কফি উইথ করণ-এর শোয়ে তাঁকে নিয়ে আলোচনা করায় বেশ বিরক্তই হয়েছিলেন তিনি ৷

কার্তিক আরিয়ানের জন্মদিন উদযাপন করেন তাঁর পোষ্য কুকুরের সঙ্গে ৷ কেক কাটার একটি ছবিও তিনি শেয়ার করেন সোশালে ৷ দেখা যায় কেক কাটার আগে ভগবানের কাছে প্রার্থনা করছেন তিনি ৷ আয়ুষ্মান খুরানা, টাইগার শ্রফ এবং মনীশ মালহোত্রার মতো আরও অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

সারা-কার্তিক স্ক্রিন শেয়ার করেছিলেন ইমতিয়াজ আলির 'লভ আজকাল' ছবিতে ৷ সেই সময়ের একটি ছবিই এদিন শেয়ার করেছেন তিনি ৷ সারা লেখেন, "শুভ জন্মদিন কার্তিক ৷" তাঁদের ভালোবাসা নিয়ে গুজব ছড়িয়েছিল সেই সময় থেকেই ৷ তবে এই কাহিনি বেশি দূর এগোয়নি ৷ তবে সম্পর্কে বিচ্ছেদ আজও দু'জন ভালো বন্ধু হিসাবেই পরিচিত ৷

তবে সম্প্রতি করণ জোহরের শোয়ে সারা যেভাবে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন তা পছন্দ হয়নি ৷ একটি সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেন তিনি ৷ তিনি জানান, যেভাবে একটি অনুষ্ঠানে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কাটা ছেঁড়া করা হয়েছে তা তার পছন্দ হয়নি ৷ তবে তারপরেও পুরোনো দিনের বন্ধুত্বকেই বেশি প্রাধান্য দিলেন সইফ কন্যা ৷

কার্তিকের হাতে এখন বেশকিছু ছবি রয়েছে ৷ সম্প্রতি কবীর খানের সঙ্গে 'চান্দু চ্যাম্পিয়ন' ছবির কাজ শেষ করেছেন তিনি ৷ আগামিদিনে করণ জোহর এবং একতা কাপুরের ছবির হাত ধরে আবার পর্দায় ফিরবেন তিনি ৷ ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ তবে ছবিটির পরিচালনার দায়িত্বে থাকবেন সন্দীপ মোদি ৷

আরও পড়ুন:

জন্মদিনে নতুন ছবি নিয়ে হাজির কার্তিক, অতীত ভুলে করণের সঙ্গে শুরু নতুন 'দোস্তানা'

'মা-পিসিরা খুব খুশি', 12 বছর পর বাংলা ধারাবাহিকে ফিরে জানালেন সাহেব ভট্টাচার্য

ABOUT THE AUTHOR

...view details