পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sara Ali Khan Viral Video: স্যার প্লিজ এবার থামুন', পাপারাৎজিদের সামনে মেজাজ হারালেন সারা

বলি-সুন্দরী সারা আলি খান সাধারণত হাসিমুখেই সমস্ত বিষয় সামলান ৷ তবে এবার পাপারাৎজিদের ব্যবহারে বিরক্ত হলেন তিনিও ৷ ঠিক কী ঘটেছিল ?

Pic Sara Ali Khan Instagram
পাপারাৎজিদের সামনে মেজাজ হারালেন সারা

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 10:37 AM IST

মু্ম্বই, 24 অগস্ট: বলি-সুন্দরী সারা আলি খান নিয়মিত চর্চায় উঠে আসেন তাঁর ফ্যাশন এবং ড্রেসিং সেন্সের জন্য ৷ তাঁর নতুন ছবি 'জরা হাটকে জরা বাঁচকে'র জন্যও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী ৷ পর্দায় সারা আলি খান এবং ভিকি কৌশলের জুটি বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের ৷ সাধারণত হাসি মুখেই সমস্ত পরিস্থিতি সামলান নায়িকা ৷ কিন্তু এবার পাপারাৎজিদের ব্যবহারে কিছুটা বিরক্তই হলেন নায়িকা ৷ হারিয়ে ফেললেন মেজাজও।

ঠিক কী হয়েছিল সারার সঙ্গে? পাপারাৎজিদের দৌলতে ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যায়, একটি শপিং মলে খাবার কিনতে গিয়েছেন সারা ৷ প্রথমে পাপারাৎজিদের সঙ্গে বেশ ভালোভাবেই কথা বলেন নায়িকা ৷ আর তারপর তিনি এগিয়ে যেতে থাকেন কাউন্টারের দিকে ৷ পাপারাৎজিরা তখনও তাঁর পিছনেই রয়েছেন দেখে বেশ বিরক্ত হন সারা ৷

তিনি ফিরে এসে ক্যামেরাবাজদের বলেন, 'স্যার প্লিজ এবার তো থামুন ৷ হয়ে গেল তো। সবসময় সবকিছু ভালো দেখায় না ।" সারার এদিনের এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ ৷ কেউ লেখেন, "সারাকে নিজের মতো থাকতে দিন ৷" আবার কারও দাবি, পাপারাৎজিরা যেভাবে সবসময় তাঁর সঙ্গে থাকছেন তা দেখে যে কারও রাগ হওয়াটাই স্বাভাবিক। পাশাপাশি কেউ কেউ পাপারাৎজিদের সংযত হওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন: বিগ বি থেকে বাদশা, খিলাড়ি থেকে সানি; চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বাস বলিপাড়ায়

সারার অভিনয়ের কথা বলতে গেলে তাঁর হাতে এখন বেশ কয়েকটি কাজ রয়েছে ৷ 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ছবিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে অভিনয় করছেন ৷ সম্প্রতি ছবির শুটিংয়ের কিছু ঝলকও শেয়ার করেছিলেন নায়িকা ৷ অন্যদিকে, আবার অনুরাগ বসুর 'মেট্রো...ইন দিনো' ছবিতেও কাজ করতে চলেছেন ৷ এই ছবিতে দেখা যাবে বাংলার অভিনেত্রী দর্শনা বণিক এবং কঙ্কনা সেন শর্মাকেও ৷ এছাড়া আদিত্য রায় কাপুর, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠিরাও রয়েছেন ছবটিতে।

ABOUT THE AUTHOR

...view details