মুম্বই, 22 ফেব্রুয়ারি: বলিউডের দুই সুপারহট ডিভা সারা আলি খান এবং অনন্যা পাণ্ডে এখন সোশাল মিডিয়ার অন্যতম সেনসেশন ৷ সম্প্রতি অনন্যা তাঁর কাতার ভ্রমণের বেশকিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন । তাতে তাঁকে দেখা গিয়েছে 'কেদারনাথ' স্টার সারা আলি খানের সঙ্গে ৷ অন্যদিকে, সারাও তাঁর সোশাল মিডিয়ায় কাতার ট্রিপের বেশকিছু ছবি শেয়ার করেছেন ৷ দুই ডিভাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত নেটপাড়া (Sara Ananya Share Glimpses of Their Trip) ৷
অনন্যার সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে সার লিখেছেন, 'সবচেয়ে সুন্দরী (যুবতী) অনন্যা পাণ্ডের সঙ্গে' ৷ আর অন্যদিকে অনন্যা যে ছবি শেয়ার করেছেন তাতে লেখা, 'আমার প্রিয় সারা আলির খানের সঙ্গে আবার দেখা' ৷ সারা এমনিতেই তাঁর বিভিন্ন ভ্রমণের ডায়েরির ঝলক পোস্ট করেই থাকেন সোশাল মিডিয়ায় ৷ এবারও তাঁর ব্য়তিক্রম হয়নি ৷ যদিও তাঁরা একসঙ্গে কাতারে কেন তা জানা যায়নি ৷ তবে অনুমান, কোনও বিজ্ঞাপনী ফটোশুটের কারণেই কাতারে রয়েছেন দুই অভিনেত্রী ৷