হায়দরাবাদ, 12 এপ্রিল: শুটিং-এর সময় গুরুতর আহত হলেন বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত ৷ বুধবার একটি সূত্রের তরফে এই খবর জানা গিয়েছে । বোমা বিস্ফোরণের দৃশ্যে দুর্ঘটনাবশত তিনি আহত হয়েছেন বলে খবর ৷ বর্তমানে বেঙ্গালুরুর আশপাশে কন্নড় প্যান-ইন্ডিয়া ফিল্ম কেডি-র শুটিং করছিলেন সঞ্জয় দত্ত ৷
সূত্র জানিয়েছে, বোমা বিস্ফোরণের দৃশ্যের শুটিং করার সময় সঞ্জয় দত্ত তাঁর কনুই, হাতে এবং মুখে আঘাত পেয়েছেন । এই ঘটনার পর ছবিটির শুটিং বন্ধ করে দেওয়া হয় । ফাইট মাস্টার ড. রবি বর্মা এই ছবির একটি অ্যাকশন দৃশ্য়ের পরিচালনা করছিলেন ৷ সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে ৷
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ঘটনা ৷ তবে দুর্ঘটনার সঠিক বিবরণ এখনও জানা যায়নি । জানা গিয়েছে, ঘটনাটি বেঙ্গালুরুর মাগাদি রোডে ঘটে ৷ ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্রের তরফে জানা গিয়েছে, বর্তমানে ধীরে ধীরে সেরে উঠছেন সঞ্জুবাবা ৷ কেজিএফ চ্যাপ্টার 1 ও 2-এর পর সঞ্জয় দত্ত কন্নড় মুভি কেডি-তে অ্যাকশন হিরো ধ্রুব সরজার বিপরীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন । প্রেমের পরিচালিত কেডির নির্মাতা কেভিএন । বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠিও এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ।
এ দিকে, 63 বছর বয়সি অভিনেতাকে পরবর্তীতে একটি হরর কমেডি ফিল্ম দ্য ভার্জিন ট্রিতে দেখা যাবে । তিনি এই চলচ্চিত্রের প্রযোজনাও করছেন ৷ এই ফিল্মে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সানি সিং, মৌনী রায় এবং পালক তিওয়ারি । তাছাড়াও সঞ্জয় দত্তের হাতে একটি কমেডি ফিল্মও রয়েছে ৷ সেই ফিল্মের নাম এখনও ঠিক না হলেও সেখানে দেখা যাবে আরশাদ ওয়ার্সি এবং রবীনা ট্যান্ডনকে । সঞ্জয় দত্ত বিজয়ের থালাপ্যাথি 67-এর সঙ্গে ফের দক্ষিণের ফিল্মে ফিরবেন ৷ সেই ছবির পরিচালনা করছেন লোকেশ কানারাজ ৷
আরও পড়ুন:চোট সারিয়ে ময়দানে কামব্যাক বিগ বি-র, শুরু করলেন কাজ