মুম্বই, 3 মে:মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন অভিনেতা সঞ্জয় দত্ত ৷ পর্দার মুন্না ভাই এদিন মায়ের সঙ্গে তাঁর পুরনো একটি ছবি শেয়ার করেছেন ৷ ছবির শেয়ার করে তিনি ডুব দিয়েছেন স্মৃতির সরণীতে ৷ সঞ্জয় দত্তের মা নার্গিস দত্ত এবং বাবা সুনীল দত্ত দু'জনেই ছিলেন হিন্দি চলচ্চিত্রের দুই বিশিষ্ট নাম ৷ মাত্র 6 বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী ৷ এরপর 1942 সালে পেশাদার অভিনেত্রী হিসাবে তাঁর কেরিয়ার শুরু হয় ৷ ছবির নাম ছিল 'তমন্না' ৷ সাদা-কালো সেই যুগে নার্গিস ছিলেন সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের অন্য়তম ৷
বুধবার মা নার্গিস দত্তকে স্মরণ করে সঞ্জয় লেখেন, "ভালোবাসা নিও মা ৷ তোমার ভালোবাসা এবং আদর আজও আমায় প্রতিদিন পথ দেখায় ৷ আর তোমার কাছে যে শিক্ষা আমি পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ ৷" সঞ্জয়ের এই পোস্ট হৃদয় ছুঁয়ে গিয়েছে অনুরাগীদেরও ৷ সঞ্জয় বুধবার যে ছবিটি শেয়ার করেছেন তা একেবারে ছোটবেলার ৷ ছবিতে দেখা যাচ্ছে তিনি বসে রয়েছেন মায়ের সঙ্গে ৷ তাঁর এই ছোটবেলার ছবি বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের ৷