কলকাতা, 8 সেপ্টেম্বর: জন্মদিনের হ্যাটট্রিক বলা যায় 8 সেপ্টেম্বর দিনটিকে । সন্দীপ রায়, সব্যসাচী চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত- একইসঙ্গে তিনজনেরই জন্মদিন আজ (HBD to Sandip Ray Sabyasachi Chakraborty And Indranil Sengupta)। সব্যসাচী চক্রবর্তীকে ফেলুদা বানিয়েছিলেন সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় । সব্যসাচী সত্যজিৎ রায়কে নিজেই জানিয়েছিলেন যে তিনি ফেলুদা হতে চান । কিন্তু ততদিনে সত্যজিৎ ঠিক করে নিয়েছিলেন যে তিনি আর ফেলুদা বানাবেন না । কেননা তাঁর জটায়ু সন্তোষ দত্ত আর নেই । তিনি সব্যসাচীকে বলেন, "আমার ছেলে সন্দীপ ফেলুদা বানাতে চায় ৷ তুমি ওর সঙ্গে কথা বলে দেখতে পারো।"
ব্যস আর কী, সন্দীপের পরের পর ফেলুদা ফ্র্যাঞ্চাইজিতে দেখা মিলেছে সব্যসাচী চক্রবর্তীকে । 'বোম্বাইয়ের বোম্বেটে', 'রয়্যাল বেঙ্গল রহস্য', 'কৈলাসে কেলেঙ্কারি', 'টিনটোরেটোর যিশু', 'গোরস্থানে সাবধান', 'বাদশাহী আংটি', 'ডাবল ফেলুদা'তে সব্যসাচীকেই ফেলুদা রূপে পেয়েছে দর্শক । এরপর পর্দার ফেলুদা সব্যসাচী জানিয়ে দিয়েছেন তিনি আর ফেলুদার চরিত্রে অভিনয় করবেন না ।
তা হলে কে হবে ফেলুদা? পাক্কা ছয়টি বছর পর ফের বড় পর্দায় ফেলুদার আগমন । এর মাঝে ছোট পর্দা এবং ওয়েবে এসেছে ফেলু মিত্তির । কিন্তু বড় পর্দায় ছয় বছর পর । এবারে সন্দীপ রায় বানালেন 'হত্যাপুরী'(Sandip Ray New Film)। সেখানে ফেলুদা রূপে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে । সেখানেও আছে এক লম্বা ইতিহাস । ইন্দ্রনীল একপ্রকার সন্দীপ রায়ের বাড়িতে হত্যে দিয়েছিলেন ফেলুদার চরিত্রে অভিনয় করার জন্য । চেয়েছিলেন তাঁর অডিশন নেওয়া হোক । না মানালে তিনি আর অনুরোধ করবেন না । শেষ পর্যন্ত সন্দীপ রায়ের মন জয় করে নেন ইন্দ্রনীল ।