পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

HBD Sandip-Sabyasachi-Indranil:দুই ফেলুদা আর তাঁদের বাবু দা'র জন্মদিন আজ - HBD to Sandip Ray Sabyasachi And Indranil

সন্দীপ রায়, সব্যসাচী চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত তিনজনেরই জন্মদিন আজ একইদিনে(HBD to Sandip Ray Sabyasachi Chakraborty And Indranil Sengupta ) ।

Indranil Sengupta
দুই ফেলুদা আর তাঁদের বাবু দা'র জন্মদিন আজ

By

Published : Sep 8, 2022, 3:26 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: জন্মদিনের হ্যাটট্রিক বলা যায় 8 সেপ্টেম্বর দিনটিকে । সন্দীপ রায়, সব্যসাচী চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত- একইসঙ্গে তিনজনেরই জন্মদিন আজ (HBD to Sandip Ray Sabyasachi Chakraborty And Indranil Sengupta)। সব্যসাচী চক্রবর্তীকে ফেলুদা বানিয়েছিলেন সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় । সব্যসাচী সত্যজিৎ রায়কে নিজেই জানিয়েছিলেন যে তিনি ফেলুদা হতে চান । কিন্তু ততদিনে সত্যজিৎ ঠিক করে নিয়েছিলেন যে তিনি আর ফেলুদা বানাবেন না । কেননা তাঁর জটায়ু সন্তোষ দত্ত আর নেই । তিনি সব্যসাচীকে বলেন, "আমার ছেলে সন্দীপ ফেলুদা বানাতে চায় ৷ তুমি ওর সঙ্গে কথা বলে দেখতে পারো।"

ব্যস আর কী, সন্দীপের পরের পর ফেলুদা ফ্র‍্যাঞ্চাইজিতে দেখা মিলেছে সব্যসাচী চক্রবর্তীকে । 'বোম্বাইয়ের বোম্বেটে', 'রয়্যাল বেঙ্গল রহস্য', 'কৈলাসে কেলেঙ্কারি', 'টিনটোরেটোর যিশু', 'গোরস্থানে সাবধান', 'বাদশাহী আংটি', 'ডাবল ফেলুদা'তে সব্যসাচীকেই ফেলুদা রূপে পেয়েছে দর্শক । এরপর পর্দার ফেলুদা সব্যসাচী জানিয়ে দিয়েছেন তিনি আর ফেলুদার চরিত্রে অভিনয় করবেন না ।

তা হলে কে হবে ফেলুদা? পাক্কা ছয়টি বছর পর ফের বড় পর্দায় ফেলুদার আগমন । এর মাঝে ছোট পর্দা এবং ওয়েবে এসেছে ফেলু মিত্তির । কিন্তু বড় পর্দায় ছয় বছর পর । এবারে সন্দীপ রায় বানালেন 'হত্যাপুরী'(Sandip Ray New Film)। সেখানে ফেলুদা রূপে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে । সেখানেও আছে এক লম্বা ইতিহাস । ইন্দ্রনীল একপ্রকার সন্দীপ রায়ের বাড়িতে হত্যে দিয়েছিলেন ফেলুদার চরিত্রে অভিনয় করার জন্য । চেয়েছিলেন তাঁর অডিশন নেওয়া হোক । না মানালে তিনি আর অনুরোধ করবেন না । শেষ পর্যন্ত সন্দীপ রায়ের মন জয় করে নেন ইন্দ্রনীল ।

সন্দীপ রায়, সব্যসাচী চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত তিনজনেরই জন্মদিন আজ একইদিনে

অবশেষে 'হত্যাপুরী'তে তিনিই ফেলুদা (Indranil Sengupta New Film)। আপাদমস্তক বাঙালি গোয়েন্দা ফেলু মিত্তিরের চরিত্রে অভিনয় করার জন্য তিনি অনর্গল বাংলায় কথা বলা অভ্যাস করেছেন বলে জানিয়েছিলেন ইটিভি ভারতের প্রতিনিধিকে । আগেও একবার একসঙ্গে জন্মদিন পালন করেছিলেন সব্যসাচী চক্রবর্তী এবং সন্দীপ রায় । এর আগে বাবু দা বলেন, "একবার একটা ছবির সেটে জোড়া কেক কেটেছিলাম মনে পড়ে । এছাড়া একসঙ্গে জন্মদিন কখনও পালন করা হয়নি ৷ তবে এইদিনে ফোন করি দু'জন দু'জনকে ।"

আরও পড়ুন:'বৌদি ক্যান্টিন' এর শুভ উদ্বোধন সেপ্টেম্বরের শেষ দিনে

এবার এই তালিকায় যুক্ত হলেন আরেক ফেলুদা, ইন্দ্রনীল সেনগুপ্ত(HBD Sandip-Sabyasachi-Indranil)। ব্যাপারটা যেমন কাকতালীয় তেমনই বেশ আনন্দের ইন্ডাস্ট্রির সন্দীপ রায় এবং তাঁর স্ত্রী ললিতা রায়ের কাছে। ত্রয়ীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ইটিভি ভারতের তরফ থেকে।

ABOUT THE AUTHOR

...view details