কলকাতা, 3 জানুয়ারি:নতুন বছরে শুরুতে আবারও দুঃসংবাদ ৷ সকালে সুরের আকাশ থেকে খসে গিয়েছে এক উজ্জ্বল তারা, সুমিত্রা সেন ৷ এবার প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র সন্দীপ চৌধুরী ৷ মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বাবার মতোই ছবির জগতেই ছিল তাঁর বিচরণ ৷ একাধিক ধারাবাহিক পরিচালনার কাজ সামলেছেন তাঁর কর্মজীবনে (Sandip Chowdhury Passes Away)৷
মৃ্ত্যুকালে সন্দীপের বয়স হয়েছিল 44 বছর ৷ সূত্রের খবর অনুযায়ী গত 17 ডিসেম্বর শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েছিলেন এই পরিচালক ৷ তারপর তাঁকে ভর্তি করা হয় নার্সিংহোমে ৷ তবে শেষ রক্ষা হল না ৷ ছোটপর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিক তৈরি হয়েছে তাঁর হাত ধরেই ৷ তার মধ্য়ে একদিকে যেমন রয়েছে 'এরাও শত্রু' তেমনই আবার উড়ন তুবড়ি ধারাবাহিকের সৃজনশীল পরিচালক হিসাবেও যুক্ত ছিলেন তিনি ৷ ছোটপর্দার নতুন ধারাবাহিক 'ফেরারি মন'-এও পরিচালক হিসাবে কাজ করার কথা ছিল তাঁর ৷ কথা ছিল বড় পর্দায় অভিষেক করারও ৷ কিন্তু কিছুই হল না (Sandip Chowdhury Demise)৷