হায়দরাবাদ, 30 নভেম্বর: বলিউড অভিনেতা রণবীর কাপুরের আসন্ন চলচ্চিত্র অ্যানিম্যালের ট্রেলার নিয়ে ইতিমধ্যেই দর্শক মনে আশার সঞ্চার হয়েছে ৷ ট্রেলারে রণবীরের ঝাঁঝালো অভিনয় নিয়ে চর্চা শুরু হয়েছে সিনেপ্রেমীদের মধ্যে ৷ আর তাঁর সহ-অভিনেত্রী রশ্মিকা মন্দানার ভাইরাল হয়ে যাওয়া সংলাপও এসেছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে । সম্প্রতি, একটি নিউজওয়্যারের সঙ্গে সাক্ষাত্কারে চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা রশ্মিকার ওই দৃশ্যের প্রেক্ষাপট তুলে ধরেছেন ৷ তিনি ব্যাখ্যা করেছেন যে, কেন রশ্মিকা দাঁতে দাঁত চেপে কথা বলেন ।
সাক্ষাত্কারে চলচ্চিত্র নির্মাতা প্রকাশ করেছেন যে, এই বিশেষ দৃশ্যটি আবেগের দ্বারা চাঙ্গা করার উদ্দেশ্যে করা হয়েছিল, তাই এমন অনন্য সংলাপের প্যাটার্ন ব্যবহার করা হয় । তিনি অনুমান করেছিলেন যে, এটি একটি ভাইরাল প্রতিক্রিয়া তৈরি করবে এবং এটি ট্রেলারে অন্তর্ভুক্ত করলে তা দর্শকদের আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে । সন্দীপের মতে, বৃহত্তর আখ্যানের প্রেক্ষাপটে দেখলে দৃশ্যটি আরও অর্থবহ হবে । এই দৃশ্যে, রশ্মিকা দাঁত শক্ত করে রণবীরের মুখোমুখি হন, কারও মৃত্যুর জন্য তাঁর আকাঙ্ক্ষা প্রকাশ করেন । কিছু নেট নাগরিকরা দাবি করেছেন যে, অভিনেত্রীর সংলাপ বলার ক্ষেত্রে স্পষ্টতার অভাব ছিল ।