হায়দরাবাদ, 17 অক্টোবর: সমকাম যে খোলা আকাশের মতোই মুক্ত, স্বাধীন- তা অনেক আগেই বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন চিত্র পরিচালক। বিশ্ব-সিনেমায় সমকামিতাকে নিয়ে করা বৈপ্লবিক কিছু ছবি সামাজিক রক্তচক্ষুকে উপেক্ষা করেই সামনে আসে। দেশের সুপ্রিম কোর্ট সমলিঙ্গের বিবাহে ছাড়পত্র না দিলেও, সমকামী যুগলের 'বাঁচার অধিকার'কে সামনে এনে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদকে তুলে ধরে। যা প্রশংসনীয়। তবে এই বিপ্লব য বারে বারে ঘটে গিয়েছে রূপোলি পর্দায়, বেশ কয়েকটি সিনেমার হাত ধরেই, যা বার্তা দিয়েছে আইনি রোদচশমা খুলে সমকামীদের স্বীকৃতিকে।
হলিউড থেকে বলিউড, এমনকী, বাংলা ছবির জগতেও স্থান পেয়েছে সমকামিতা ৷ যে সব ছবি শিখিয়েছে, ভালোবাসতে, শিকল ভাঙতে ও নিজের শর্তে জীবনে বেঁচে থাকতে ৷ এক নজরে সেই সব ছবিগুলি ৷
দ্য ড্যানিশ গার্ল: সালটা 2015 ৷ টম হুপার পরিচালিত দ্য ড্যানিশ গার্ল ঝড় তোলে সিনেপর্দায় ৷ ড্যানিশ পেইন্টার লিলি এলবে ও জেরদা ওয়েগনারের জীবনী ও ভালোবাসা জায়গা পায় সিলভার স্ক্রিনে ৷ এডি রেডমাইনে ও আলিসিয়া ভিকান্ডার অভিনীত এই ছবি সমকামিতাকে দিয়েছে নতুন সংজ্ঞা ৷
কল মি বাই ইয়োর নেম: লুকা গুয়াদাগ্নিনো পরিচালিত 2017-য় মুক্তি পায় রোমান্টিক-ড্রামা ছবি কল মি বাই ইয়োর নেম ৷ সেই সময় এই ছবি বেশ সাড়া ফেলেছিল ৷
ফায়ার- বলিউডে সমকামিতার গল্প তুলে ধরে সমাজে আলোড়ন ফেলেছিলেন দীপা মেহতা ৷ বলিউড মেইনস্ট্রিমে এটি ছিল প্রথম ছবি যা সমকামিতার গল্প বলেছে ৷ নন্দিতা দাস ও শাবানা আজমি অভিনীত ফায়ার মুক্তি পায় 1996 সালে ৷ যা সেই সময় দেশজুড়ে এই ছবি সমালোচনার মুখে পড়েছিল ৷ এমনকি নিষিদ্ধ করা হয়।