পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Movies on Same Sex: সিলভার স্ক্রিনে সমকামিতা, প্রথা ভাঙার লড়াইয়ে বরাবর এগিয়ে বিশ্ব-সিনেমা - সমকামিতা

সমকামী যুগলের অধিকারকে অনেকটাই স্বীকৃতি দিল দেশের শীর্ষ আদালত ৷ বিয়ের মান্যতা না দিতে পারলেও মামলায় বেশ কয়েকটি ঐতিহাসিক পর্যবেক্ষণকে বৈপ্লবিক বলেই মনে করা হচ্ছে। যদিও সমকামিতা নিয়ে স্টিরিওটাইপ সেই ধারণা অনেক আগেই ভেঙেছে সিলভার স্ক্রিন ৷ এক নজরে দেখা সাহসিকতার পরিচয় দেওয়া সেই সব ছবিগুলি ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 5:47 PM IST

Updated : Oct 17, 2023, 6:57 PM IST

হায়দরাবাদ, 17 অক্টোবর: সমকাম যে খোলা আকাশের মতোই মুক্ত, স্বাধীন- তা অনেক আগেই বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন চিত্র পরিচালক। বিশ্ব-সিনেমায় সমকামিতাকে নিয়ে করা বৈপ্লবিক কিছু ছবি সামাজিক রক্তচক্ষুকে উপেক্ষা করেই সামনে আসে। দেশের সুপ্রিম কোর্ট সমলিঙ্গের বিবাহে ছাড়পত্র না দিলেও, সমকামী যুগলের 'বাঁচার অধিকার'কে সামনে এনে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদকে তুলে ধরে। যা প্রশংসনীয়। তবে এই বিপ্লব য বারে বারে ঘটে গিয়েছে রূপোলি পর্দায়, বেশ কয়েকটি সিনেমার হাত ধরেই, যা বার্তা দিয়েছে আইনি রোদচশমা খুলে সমকামীদের স্বীকৃতিকে।
হলিউড থেকে বলিউড, এমনকী, বাংলা ছবির জগতেও স্থান পেয়েছে সমকামিতা ৷ যে সব ছবি শিখিয়েছে, ভালোবাসতে, শিকল ভাঙতে ও নিজের শর্তে জীবনে বেঁচে থাকতে ৷ এক নজরে সেই সব ছবিগুলি ৷

দ্য ড্যানিশ গার্ল: সালটা 2015 ৷ টম হুপার পরিচালিত দ্য ড্যানিশ গার্ল ঝড় তোলে সিনেপর্দায় ৷ ড্যানিশ পেইন্টার লিলি এলবে ও জেরদা ওয়েগনারের জীবনী ও ভালোবাসা জায়গা পায় সিলভার স্ক্রিনে ৷ এডি রেডমাইনে ও আলিসিয়া ভিকান্ডার অভিনীত এই ছবি সমকামিতাকে দিয়েছে নতুন সংজ্ঞা ৷

কল মি বাই ইয়োর নেম: লুকা গুয়াদাগ্নিনো পরিচালিত 2017-য় মুক্তি পায় রোমান্টিক-ড্রামা ছবি কল মি বাই ইয়োর নেম ৷ সেই সময় এই ছবি বেশ সাড়া ফেলেছিল ৷

ফায়ার- বলিউডে সমকামিতার গল্প তুলে ধরে সমাজে আলোড়ন ফেলেছিলেন দীপা মেহতা ৷ বলিউড মেইনস্ট্রিমে এটি ছিল প্রথম ছবি যা সমকামিতার গল্প বলেছে ৷ নন্দিতা দাস ও শাবানা আজমি অভিনীত ফায়ার মুক্তি পায় 1996 সালে ৷ যা সেই সময় দেশজুড়ে এই ছবি সমালোচনার মুখে পড়েছিল ৷ এমনকি নিষিদ্ধ করা হয়।

মাই ব্রাদার নিখিল- অনির পরিচালিত এই ছবির কথা কে ভুলতে পারে ৷ হোমোসেক্সুয়াল সম্পর্ক ও এইচআইভি-র মতো কঠিন অথচ বাস্তব ইস্যু নিয়ে তৈরি হয়েছিল এই ছবি ৷ জুহি চাওলা, সঞ্জয় পুরি, পূরব কোহলি ও ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবি নিয়েও কম আলোচনা হয়নি ৷

আলিগড়- হনশল মেহতা পরিচালিত রাজকুমার রাও, মনোজ বাজপেয়ী ও আশিষ বিদ্যার্থী অভিনীত এই ছবি আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা পেলেও মুক্তির পর ভারতে দর্শকদের সমালোচনার মুখে পড়ে ৷

এছাড়াও তালিকায় রয়েছে সোনম কাপুর অভিনীত 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা', আয়ুষ্মান খুরানা অভিনীত 'শুভ মঙ্গল জাদা সাবধান', রাজকুমার রাও-ভূমি পেদনেকর অভিনীত 'বাধাই দো'-র মতো ছবি, যা সমকামিতাকে সমাজে গ্রহণযোগ্য করে তোলার প্রচেষ্টার অন্ত রাখেনি ৷

অন্যদিকে, বাংলা ছবিতে সমকামিতা নিয়ে দুঃসাহসিকতা দেখিয়েছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ ৷ 'মেমোরিস ইন মার্চ' , 'চিত্রাঙ্গদা' পরিচালক অভিনীত সবচেয়ে বড় প্রমাণ ৷ যে ছবিতে তিনি বলতে চেয়েছেন নিজেরই মনের কথা ৷ এছাড়াও তালিকায় রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনীত ঋদ্ধি সেন ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত 'নগরকীর্তন', 'আরেকটি প্রেমের গল্প', 'কয়েকটি মেয়ের গল্প', 'নীল নীর্জনে', 'তিন কন্যা'-র মতো ছবি ৷

আরও পড়ুন:ঘোষণার পর সম্মানিত, আজই জাতীয় পুরস্কার হাতে পেতে চলেছেন বিজেতারা

Last Updated : Oct 17, 2023, 6:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details