হায়দরাবাদ, 21 জুন : প্রাক্তন স্বামীকে নিয়ে ভুয়ো গল্প ছড়াচ্ছেন তিনি ৷ সামান্থা রুথ প্রভুকে নিয়ে এমনই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ৷ সামান্থা এবং নাগা চৈতন্য 2017 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ চার বছরের বিবাহ বার্ষিকী পূর্ণ হওয়ার ঠিক কয়েকদিন পরেই গতবছর অক্টোবরে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের ৷ এরই মাঝে সম্প্রতি একটি অনলাইন বিনোদন পোর্টালে একটি খবর সামনে আসে, যেখানে দাবি করা হয় যে 'ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেত্রী নিজেই তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন ৷ এই নিয়েই এদিন মুখ খুললেন অভিনেত্রী সামান্থা ৷ তিনি পরিষ্কার জানান, এই সব বাচ্চাদের মত কল্পনা ছেড়ে 'বড় হওয়ার' সময় এসেছে (Samantha Angry on Reports of Defaming Naga Chaitanya) ৷
তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "মেয়েদের সম্পর্কে গুজব- তাহলে অবশ্যই সত্য! আর ছেলের নিয়ে গুজব শোনা গেলে তা মেয়েটাই তৈরি করিয়েছে !' গ্রো আপ বয়েস... যারা (এই সম্পর্কে) জড়িত ছিল স্পষ্টতই তারা (সব পিছনে ফেলে) এগিয়ে গিয়েছে...আপনারও এগিয়ে যাওয়া উচিত! কাজে মনোনিবেশ করুন...চলুন সামনে এগিয়ে যাই !"