পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Samantha Yashoda Trailer: 24 ঘণ্টার মধ্যেই 1.8 মিলিয়ন ভিউ, 'যশোদা'র ট্রেলার ঘিরে শোরগোল - Samantha New Film

সামান্থার নতুন ছবি 'যশোদা'-র ট্রেলার শোরগোল ফেলে দিল নেটপাড়ায় ৷ মুক্তি পাওয়ার 24 ঘণ্টার মধ্যেই 1.8 মিলিয়ন মানুষ দেখে ফেললেন ট্রেলারটি ৷ 'যশোদা' বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 11 নভেম্বর ৷

Samantha Yashoda Trailer
24 ঘণ্টার মধ্য়েই 1.8 মিলিয়ন ভিউ, সামান্থার 'যশোদা'র ট্রেলার শোরগোল ফেলে দিল নেটপাড়ায়

By

Published : Oct 28, 2022, 12:32 PM IST

মুম্বই, 28 অক্টোবর: 'ও আন্তাভা' গানে মন জিতে নেওয়া সামান্থা রুথ প্রভুর নতুন ছবি 'যশোদা'-র হিন্দি ট্রেলারও রীতিমতো শোরগোল ফেলে দিল নেটপাড়ায় ৷ মুক্তি পাওয়ার 24 ঘণ্টার মধ্যেই 1.8 মিলিয়ন মানুষ দেখে ফেললেন ট্রেলারটি ৷ অর্থাৎ সামান্থার নতুন পারফরম্যান্স দেখার জন্য প্যান ইন্ডিয়ার অনেক সিনেপ্রেমীও যে অপেক্ষায় রয়েছেন তা বলাই বাহুল্য ৷ যদিও এই ছবির পারফরম্যান্স বক্স অফিসে কেমন হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন (Samantha Yashoda Trailer is out Now)৷

ছবির ট্রেলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার(Yashoda hindi trailer) ৷ ভারতীয় বিনোদন জগতের বেশকিছু বড় নাম যেমন হিন্দির বরুণ ধাওয়ান, তেলেগুর বিজয় দেবেরাকোণ্ডা, মালয়ালম ছবির দুলকার সলমন, তামিল ছবির সূর্য এবং কন্নড় ছবির রক্ষিত শেট্টির মতো কলা কুশলীরা এই ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হন ৷ ইতিমধ্যেই ছবির হিন্দি ট্রেলার আদিত্য মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 1.8 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে (Samantha New Film)৷

ট্রেলার থেকেই আভাস মেলে 'যশোদা' আদ্যপান্ত একটি থ্রিলার ছবি ৷ ছবি জুড়ে রয়েছে প্রচুর অ্য়াকশন এবং রোম্যান্সের সংমিশ্রন ৷ ছবিতে সামান্থার অ্যাকশন সিকোয়েন্সগুলি ছাড়াও, উন্নি মুকুন্দন এবং স্যামের মধ্যে সামান্য রোম্যান্সের আভাস মিলেছে ৷ মূলত একটি অপরাধের রহস্য় উন্মোচনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই গল্প ৷

আরও পড়ুন:সমবেতনের সিদ্ধান্ত! বিসিসিআইকে কুর্নিশ পর্দার মেরি কম থেকে ঝুলনদের

ছবিটি ডাব করা হয়েছে হিন্দি, কন্নড় এবং মালায়ালম ভাষায় ৷ মূলত তামিল এবং তেলেগু ভাষাতেই ছবির শ্যুটিং সেরেছেন ছবির কলাকুশলীরা ৷ 'যশোদা'-য় সামান্থা ছাড়াও দেখা যাবে ভারলক্ষ্মী শরৎকুমার, উন্নি মুকুন্দন, রাও রমেশ, মুরলি শর্মা, সম্পাত রাজ, শত্রু, মধুরিমা, কল্পিকা গণেশ, দিব্যা শ্রীপদ ​​এবং প্রিয়াঙ্কা শর্মা-সহ আরও অনেককে ৷ 'যশোদা' বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী 11 নভেম্বর ৷ হরি এবং হরিশ পরিচালিত এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে শ্রীদেবী মুভিজ ৷

ABOUT THE AUTHOR

...view details