হায়দরাবাদ, 18 এপ্রিল: 'কর্ম করে যাও ফলের আশা কোরো না' ছোটবেলা থেকেই ভগবত গীতার এই কথাটা শেখানো হয় সকলকে ৷ জীবনের প্রতিটা মুহূর্তে সফলতা আসুক বা বিফলতা, নিজের কর্ম থেকে সরে যেতে নেই কখনও ৷ অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও সেই পথই অবলম্বন করে চলেন ৷ অন্তত তাঁর পোস্ট দেখে সেটা বোঝাই যাচ্ছে ৷ মঙ্গলবার ইনস্টাগ্রামে তেমনই বার্তা ধরা পড়েছে ৷
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত 'শকুন্তলম' ৷ শুরু থেকেই পুরাণকে কেন্দ্র করে এই চিত্রনাট্য নিয়ে তৈরি সিনেমাকে ঘিরে আশাও ছিল অনেক ৷ কিন্তু বক্স অফিসে আন্তাভা গার্লের এই ছবি ম্যাজিক দেখাতে অক্ষম ৷ সম্প্রতি প্রখ্যাত প্রযোজক তথা পরিচালক চিত্তিবাবু সামান্থার ফিল্মি কেরিয়ার নিয়ে বেলাগাম মন্তব্য করেছিলেন ৷ তিনি অভিনেত্রীর সমালোচনা করার পাশাপাশি বক্স অফিসে 'শকুন্তলম'-এর মুখ থুবড়ে পড়া নিয়ে মন্তব্য করেন ৷ তিনি বলেছিলেন, সামান্থার সিনেমার কেরিয়ার এখানেই শেষ হয়ে যাবে ৷ প্রযোজকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বুদ্ধিমত্তার সঙ্গে তাঁর উত্তর দিয়েছেন সামান্থা ৷
আরও পড়ুন:'সারাজীবন কুমারী থাকবে নাকি?' শেহনাজকে 'সিডনাজ' সম্বোধনে নেটিজেনদের ওপর চটলেন সলমন
সোশাল মাধ্যমে তিনি একটি ছবি পোস্ট করেছেন ৷ ক্যাপশনে কর্ম নিয়ে ভগবত গীতার একটি শ্লোক তুলে ধরে তিনি লিখেছেন, "ক্রমান্বয়ে বাধিকা রাস্তে/ মা ফলেষু কদাচন/ মা কর্মা ফালা হে তুর ভু/ মা তে সংগতসভা কর্মাণি ৷" অর্থাৎ আপনার কর্মের উপর আপনার অধিকার আছে, তাদের ফলাফলের উপর নয় ৷ কারণ তাদের উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই । আসুন ফল দ্বারা অনুপ্রাণিত এমন কাজ না করি এবং এর সঙ্গে যুক্ত না হয়ে পড়ি। যাইহোক, এর অর্থ এই নয় যে, আমাদের কিছুই করা উচিত নয় ৷
প্রসঙ্গত, 65 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে গুণাশেখর পরিচালিত 'শকুন্তলম' ৷ কিন্তু বক্স অফিসে এখনও পর্যন্ত এই ছবির ঝুলিতে এসেছে মাত্র সাড়ে ছয় কোটি টাকা ৷ ছবির এই ব্যবসা দেখেই প্রযোজক চিত্তিবাবু এক সাক্ষাৎকারে সামান্থার সমালোচনা করে বলেছিলেন, 'স্টার হিরোইন'-এর কেরিয়ার শেষের পথে ৷
তিনি বলেন, "বিচ্ছেদের পরে পুষ্পা ছবিতে আইটেম গানে সামান্থা নাচ করেছিলেন, কারণ তাঁর আর্থিক সমস্যা চলছিল ৷ 'স্টার হিরোইন'-এর স্টেস্টাস হারিয়ে ফেলার পর তাঁকে যেরকম ছবির অফার করা হচ্ছে তিনি তা গ্রহণ করছেন ৷ মূল অভিনেত্রী হিসাবে সিনেমায় কাজ তিনি আর করতে পারবেন না ৷ তিনি তাঁর স্টারডম আর ফিরে পাবেন না ৷"