হায়দরাবাদ, 7 জুলাই: কয়েকদিন আগেই জানা গিয়েছিল রুপোলি পর্দা থেকে এক বছরের বিরতি নিতে চলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ আর সেই কারণেই তাঁর পড়ে থাকা সমস্ত কাজ শেষ করে নিতে চান সামান্থা ৷ ঠিক সেভাবেই চলেছে তাঁর জার্নি ৷ সম্প্রতি পাপারাৎজিদের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে হায়দরাবাদ বিমানবন্দর থেকে বাইরে বের হচ্ছেন নায়িকা ৷ তাঁর সঙ্গে রয়েছে তাঁর নতুন ছবি 'খুশি'র টিমের সদস্যরাও ৷
তিনি ইতিমধ্যেই 'খুশি' ছবির শুটিংয়ের কাজ শেষ করে ফেলেছেন বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার সন্ধেবেলায় তাঁর হায়দরাবাদের শুটিংয়ের কাজ সেরে ফেরার সময়ও পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হন নায়িকা ৷ যদিও এদিন পাপারাৎজিদের জন্য কোনও পোজ দিতে রাজি হননি তিনি ৷ তাঁকে এদিন দেখা গিয়েছে কালো জ্যাকেট, সাদা টি শার্ট আর নীল ট্রাউজারে ৷ একইসঙ্গে সামান্থার মাথায় ছিল কালো টুপি ৷
অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের খবর, তাঁর সমস্ত অভিনয় সংক্রান্ত কাজ মিটলেই শরীরের দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে চান নায়িকা ৷ 'সিটাডেল'-এর ইন্ডিয়ান ভার্সনের ক্ষেত্রেও তাঁর শুটিং শেষ বলেই জানা গিয়েছে ৷ এরপর চিকিৎসার জন্য তিনি পাড়ি দেবেন মার্কিন মুুলুকে ৷ অন্তত এমনটাই বলছে তাঁর ঘনিষ্ঠ মহল ৷ মায়োসাইটিস রোগে আক্রান্ত সামান্থা কয়েক মাস আগেই ছবির জগত থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন ৷ খবর অনুযায়ী এর আগেও তাঁকে 6 মাস ধরে টানা আমেরিকায় চিকিৎসা করাতে হয়েছে অভিনেত্রীকে ৷
আরও পড়ুন:হ্যাক হল জয়তী চক্রবর্তীর ফেসবুক পেজ, মুছে গেল এনএবিসি নিয়ে প্রতিবাদী পোস্ট
গতবছর অভিনেত্রীর শরীরে মায়োসাইটিস রোগ ধরা পড়ে ৷ এই রোগ অটোইমিউনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে ৷ আর তারই বিরুদ্ধে এখন লড়াই চালাচ্ছেন অভিনেত্রী ৷ আগামী অগস্টেই তিনি আমেরিকা রওনা দিতে পারেন বলে জানা গিয়েছে ৷ আগামীতে 'সিটাডেল'-এর ইন্ডিয়ান ভার্সনে তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বরুণ ধাওয়ানের সঙ্গে ৷ আর অন্য়দিকে 'খুশি' ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন বিজয় দেবরাকোণ্ডা ৷