হায়দরাবাদ, 29 মার্চ:2021 সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন দক্ষিণী তারকা জুটি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য় ৷ আর তার মাত্র কয়েক মাসের মধ্যেই 'ও আন্তাভা' গানে তাঁর পারফরম্যান্সের জন্য় চর্চায় উঠে এসেছিলেন নায়িকা ৷ আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রাইজ' ছবির এই গানে সামান্থার নাচ মাতিয়ে দিয়েছিল সিনে অনুরাগীদের ৷ এবার তাঁর 'শকুন্তলম' ছবির প্রমোশনে এই গানের অফার প্রসঙ্গে মুখ খুললেন সামান্থা ৷ ব্যক্তিগত জীবনের এমন এক টালমাটাল পরিস্থিতিতে কেন এই গানে পারফর্ম করার অফার গ্রহণ করেছিলেন; নিজে মুখেই জানালেন সামান্থা ৷
গানটি মুক্তি পেয়েছিল 2021 সালের ডিসেম্বরে ৷ ততদিনে অবশ্য তাঁর বিবাহ-বিচ্ছেদ হয়ে গিয়েছে দুই তারকার ৷ কিন্তু নাগার সঙ্গে মতান্তরের মাঝে তাঁকে এই গান আইটেম ডান্স করার অফার নিতে বারণ করেছিলেন অনেকেই ৷ তবে সামান্থা বিশ্বাস রেখেছিলেন নিজের প্রতি (Samantha Ruth Prabhu on doing oo antava) ৷ আর বলাই বাহুল্য বাকিটা ইতিহাস ৷ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল আইটেম নম্বর হয়ে রয়ে গিয়েছে ৷
সামান্থা সম্প্রতি একটি ইন্টারভিউতে জানান, তাঁকে বিচ্ছেদের ঘটনার মাঝে এমন একটি আইটেম নম্বরে পারফর্ম করতে বারণ করেছিলেন ঘনিষ্ঠরা ৷ কিন্তু ঘরে বসে বসে আর ট্রলিং আর অপমানের সুনামি আর সহ্য় করতে পারছিলেন না নায়িকা ৷ নাগা চৈতন্যের সঙ্গে টানাপোড়েন শুরু হওয়ার পর থেকেই ফ্য়ানেরা ট্রল করা শুরু করেন অভিনেত্রীকে ৷ সামান্থা জানান, সেই সমস্ত বন্ধু যাঁরা তাঁকে সবসময় সাপোর্ট করে এসেছেন তাঁরাও নাকি এই সিদ্ধান্তের বিরোধীতা করেছিলেন ৷