হায়দরাবাদ, 12 অক্টোবর: 'খুশি' ছবির সাফল্যে বেশ খুশিতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ সোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ তিনি ৷ সম্প্রতি বেশ কয়েকটি শাড়িতে মোহময়ী সামান্থা ছবি শেয়ার করেছেন ৷ যা ঝড় তুলেছে নেট দুনিয়ায় ৷ তবে অনুরাগীদের প্রশ্ন অন্য জায়গায় ৷ সকলের নজর গিয়ে পড়েছে সামান্থার যেখানে ট্যাটু ছিল সেই দিকে ৷ বিচ্ছেদের পর এবার প্রিয় মানুষ চৈতন্যর নামের ট্যাটুকেও বিদায় জানিয়েছেন অভিনেত্রী ৷ প্রমাণ সামান্থার নতুন ছবি ৷
প্রেমের পর নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন সামান্থা ৷ মনের মানুষের নাম খোদাই করিয়েছিলেন বক্ষের নীচে পাঁজরের কাছে ৷ ট্যাটু করিয়ে লিখেছিলেন 'চে' ৷ ভালোবাসার সেই সম্পর্ক টেকেনি বেশিদিন ৷ তবে নানা ছবিতে 'চে' ট্যাটু নজরে আসত নেটিজেনদের ৷ দুবাইতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন খুশি অভিনেত্রী ৷ সেই ছবিও তিনি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷ আর চমকটা আসে তখনই ৷
সামান্থা যেই ছবিগুলি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়, সেগুলিতে ভ্যানিশ হয়ে গিয়েছে 'চে' ট্যাটু ৷ এখন অনুরাগীরা পড়েছেন ধন্দে ৷ ট্যাটু কি সামান্থা মুছে দিয়েছেন নাকি, মেকআপের মাঝে লুকিয়েছেন, তা বুঝতে অসুবিধা হচ্ছে অনেকের ৷ 2019 সালে চৈতন্যর সঙ্গে সম্পর্ক ছিল সামান্থার ৷ তারপর থেকেই ট্যাটু নজরে আসছিল ৷ এমনকী, এপ্রিল মাসে লন্ডনে 'সিটাডেল'-এর প্রিমিয়ারেও তাঁর ট্যাটু নজরে এসেছিল ৷