পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Samantha Enjoys Happy Place: 'হ্যাপি প্লেস' উপভোগ করছেন সামান্থা, জানেন তিনি এখন কোথায় ? - Samantha Enjoys Happy Place

সামান্থা রুথ প্রভু আপাতত তাঁর স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ থেকে বিরতি নিয়েছেন । রবিবার তিনি তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে একটি আপডেট শেয়ার করছেন সোশাল মিডিয়ায় । বর্তমানে তিনি কোথায় আছেন ? জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

Samantha Enjoys Happy Place
Samantha Enjoys Happy Place

By

Published : Jul 16, 2023, 4:32 PM IST

হায়দরাবাদ, 16 জুলাই: কিছুদিন হল বড় পর্দায় তাঁর দেখা না মিললেও সোশাল মিডিয়ায় দারুণ সক্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ ফ্যামিলি ম্যান 2 তারকা তাঁর কাজের থেকে কিছু দিনের ব্রেক নিয়েছেন ৷ স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করতেই আপাতত কর্মজীবনকে পিছনের সারিতে রেখেছেন তিনি । শনিবার অভিনেত্রী তামিলনাড়ুর ভেলোরে শ্রীপুরম স্বর্ণমন্দির দর্শনের কথা শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । আর আজ তাঁর 'আনন্দের জায়গা'র একটি ঝলক অনুরাগীদের দেখিয়েছেন এই ডিভা ৷

রবিবার সামান্থা রুথ প্রভু তাঁর শারীরিক নিরাময় সফর সম্পর্কে ভক্তদের জানাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন ৷ তাঁর এই লেটেস্ট ইনস্টা স্টোরি যদি সত্যি হয়, তাহলে বোঝা যাচ্ছে সামান্থা এখন আছেন কোয়েম্বাটোরে ৷ কারণ তিনি ভেলিয়ানগিরির পাদদেশে অবস্থিত ইশা যোগ কেন্দ্র থেকে একটি ছবি শেয়ার করেছেন ৷

সামান্থার হ্যাপি প্লেস

সামান্থা ইশা ফাউন্ডেশনের একটি ছবি শেয়ার করে লিখেছেন 'হ্যাপি প্লেস'৷ এর পরে একটি সাদা হৃদয়ের ইমোজি দিয়েছেন তিনি ৷ সামান্থা রহস্যময় এবং আধ্যাত্মিক নেতা সদগুরুর একজন একনিষ্ঠ ভক্ত, যিনি ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা । প্রায়ই ইশা ফাউন্ডেশনের ইভেন্টে যোগ দেন সামান্থা ৷ সোশাল মিডিয়ায় সদগুরুর দার্শনিক পোস্টও শেয়ার করতে দেখা যায় তাঁকে ।

আরও পড়ুন:প্রিয়াঙ্কার পনিটেল খুলতে কালঘাম ছুটল নিকের, দেখুন মজার ভিডিয়ো

36 বছর বয়সি এই অভিনেত্রী সম্প্রতি খবরের শিরোনামে আসেন কোনও ছবিতে অভিনয়ের জন্য নয়, সম্পূর্ণ অন্য কারণে ৷ তিনি এক বছরের জন্য তাঁর কেরিয়ার থেকে বিরতি নিচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়ে ৷ যদিও সামান্থা এই নিয়ে একটি শব্দও খরচ করেননি ৷ তবে তাঁর চুলের স্টাইলিস্ট রোহিত ভাটকার একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সামান্থার এই ব্রেক নেওয়ার কথাটি নিশ্চিত করেন । গত বছর সামান্থার মায়োসাইটিস ধরা পড়ে এবং তারপর থেকে অটোইমিউন অবস্থার বিবর্তনের মুখোমুখি হতে হয় তাঁকে । রোহিত তাঁর আবেগময় পোস্টে বলেছিলেন, সামান্থা 'আগের থেকেও শক্তিশালী' হয়ে ফিরে আসার জন্য 'নিরাময় সফর' করছেন ।

ABOUT THE AUTHOR

...view details