নয়াদিল্লি, 1 জুন:বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে লাঞ্চ ডেটের ছবি পোস্ট করে ভক্তদের ট্রিট দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ বৃহস্পতিবার তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করার পাশাপাশি বিজয়ের প্রসঙ্গে একটি সুন্দর বার্তাও দিয়েছেন শকুন্তলম অভিনেত্রী ৷ বিজয়ের উপস্থিতি তাঁর কাছে ঠিক কী, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি ৷
ছবিটি শেয়ার করে সামান্থা ক্যাপশনে লিখেছেন, "তোমাকে সবচেয়ে ভালো সময়ে দেখছি, তোমাকে তোমার সবচেয়ে খারাপ সময়ে দেখছি । তুমি শেষে এলেও দেখেছি, তোমাকে প্রথমে এলেও দেখেছি । কিছু বন্ধু পাশেই থাকে । কী দারুণ একটা বছর !!" সামান্থার পোস্টটি শেয়ার করে বিজয় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রীকে তাঁর 'পছন্দের মহিলা' বলে সম্বোধন করেছেন ৷
কুশিতে তাঁদের দুজনকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে । সম্প্রতি বিজয়ের জন্মদিন উপলক্ষে কুশির তু মেরি রোজা গানটি প্রকাশিত হয়েছিল ৷ সেই গান সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ বিজয় এবং সামান্থার রসায়নের ভূয়সী প্রশংসা করেছেন নেট নাগরিকরা ৷ তাঁদের 'সবচেয়ে প্রতীক্ষিত অন-স্ক্রিন জুটি' বলে অভিহিত করেন তাঁরা ।