পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Samantha with Deverakonda: দেবেরাকোন্ডার সঙ্গে লাঞ্চ ডেটে সামান্থা - বিজয় দেবেরাকোন্ডা

তাঁর ভালো বন্ধু বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে লাঞ্চ ডেটের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সামান্থা রুথ প্রভু ৷ কুশিতে তাঁদের দুজনকে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে ৷

Samantha with Deverakonda
Samantha with Deverakonda

By

Published : Jun 1, 2023, 6:53 PM IST

নয়াদিল্লি, 1 জুন:বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে লাঞ্চ ডেটের ছবি পোস্ট করে ভক্তদের ট্রিট দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ বৃহস্পতিবার তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করার পাশাপাশি বিজয়ের প্রসঙ্গে একটি সুন্দর বার্তাও দিয়েছেন শকুন্তলম অভিনেত্রী ৷ বিজয়ের উপস্থিতি তাঁর কাছে ঠিক কী, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি ৷

ছবিটি শেয়ার করে সামান্থা ক্যাপশনে লিখেছেন, "তোমাকে সবচেয়ে ভালো সময়ে দেখছি, তোমাকে তোমার সবচেয়ে খারাপ সময়ে দেখছি । তুমি শেষে এলেও দেখেছি, তোমাকে প্রথমে এলেও দেখেছি । কিছু বন্ধু পাশেই থাকে । কী দারুণ একটা বছর !!" সামান্থার পোস্টটি শেয়ার করে বিজয় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রীকে তাঁর 'পছন্দের মহিলা' বলে সম্বোধন করেছেন ৷

কুশিতে তাঁদের দুজনকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে । সম্প্রতি বিজয়ের জন্মদিন উপলক্ষে কুশির তু মেরি রোজা গানটি প্রকাশিত হয়েছিল ৷ সেই গান সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ বিজয় এবং সামান্থার রসায়নের ভূয়সী প্রশংসা করেছেন নেট নাগরিকরা ৷ তাঁদের 'সবচেয়ে প্রতীক্ষিত অন-স্ক্রিন জুটি' বলে অভিহিত করেন তাঁরা ।

মহানতির পরে এটি হবে সামান্থা এবং বিজয়ের একসঙ্গে দ্বিতীয় প্রজেক্ট ৷ চলচ্চিত্র নির্মাতা শিব নির্ভানার সঙ্গে এটি সামান্থার দ্বিতীয় কাজ ৷ এর আগে মাজিলিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন ৷ এই ফিল্মে রয়েছেন জয়রাম, শচীন খেদাকার, মুরালি শর্মা, লক্ষ্মী, আলি, রোহিনী, ভেনেলা কিশোর, রাহুল রামকৃষ্ণ, শ্রীকান্ত আয়েঙ্গার এবং সরনিয়া ৷

ছবিটি একটি ভিনজাতের প্রেমের গল্প হতে পারে বলে মনে করা হচ্ছে । সামান্থার জন্য কুশি ছবিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত শকুন্তলম বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি । বিজয়ের হিন্দি ডেবিউ লাইগার বৃহৎ পরিসরে প্রচারিত হয়েছিল তবে সেটিও বক্স অফিসে বিশেষ কিছু করে দেখাতে পারেনি । এ বার এই দুই সুপারস্টারকে একসঙ্গে পর্দায় দেখার আশায় উচ্ছ্বসিত ভক্তরা ।

আরও পড়ুন:সমস্যায় ফেলেছিল 'শিশুদের মতো চোখ', জন্মদিনে ফিরে দেখা মাধবন-কথা

ABOUT THE AUTHOR

...view details