পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Samantha lauds Allu: 'পুষ্পা'র নয়া অবতার দেখে মুগ্ধ আন্তাভা গার্ল, আল্লুর জন্মদিনে উচ্ছ্বসিত সামান্থা - আল্লুর নয়া অবতার দেখে মুগ্ধ অভিনেত্রী সামান্থা

আইকনিক স্টার আল্লু অর্জুনের জন্মদিনের একদিন আগেই সামনে এসেছে 'পুষ্পা: দ্য রুল'-এর টিজার ও পোস্টার । অনুরাগীদের পাশাপাশি তারকারাও মুগ্ধ আল্লুর নয়া অবতার দেখে ।

Pushpa 2 Poster Reaction
আল্লুর নয়া অবতার দেখে মুগ্ধ অভিনেত্রী সামান্থা

By

Published : Apr 8, 2023, 7:08 PM IST

হায়দরাবাদ, 8 এপ্রিল: আইকনিক স্টার আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রুল' ছবির পোস্টার সামনে আসতেই তা ঝড় তুলেছে সোশাল মাধ্যমে । আল্লুর লুক এবং তাঁর অবতার কাঁপিয়ে দিয়েছে অনুরাগীদের । অভিনেতা আল্লুর জন্মদিনের একদিন আগেই ছবি নির্মাতাদের তরফ থেকে দর্শকদের দেওয়া হয়েছে বিশেষ উপহার । সকালেই সামনে আনা হয়েছিল 'পুষ্পা: দ্য রুল'-এর টিজার । আর সন্ধ্যে হতেই বড়া ধামাকা । সামনে আনা হয় ছবির পোস্টার। তা দেখে শুধু অনুরাগীরা নন, চমকে গিয়েছেন ফিল্ম ইন্ডাষ্ট্রির তারকারাও। সামান্থা রুথ প্রভু, দিশা পাটানি থেকে শুরু করে রাশি খান্না সকলেই পোস্টার দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ।

শুক্রবার সন্ধ্যায় সোশাল মাধ্যমে আল্লু অর্জুন শেয়ার করেছিলেন 'পুষ্পা: দ্য রুল' ছবির প্রথম পোস্টার । নীল রঙের জরিপাড় শাড়ি, ব্লাউজে বাজুবন্ধ, গলায় ভারী হার, তার সঙ্গে লেবু ও গন্ধরাজ ফুলের মালা । ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, দু'হাতে চুরি। হাতে বন্দুক নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পুষ্পা । রাফ অ্যান্ড টাফ আল্লুর এই লুক দেখে মজেছেন তারকারাও । আল্লুকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রশংসা করেছেন পুষ্পার লুক নিয়েও। অভিনেত্রী সামান্থা সোশাল মাধ্যমে লিখেছেন, "জন্মদিনের শুভেচ্ছা আল্লু । অনেক কম মানুষ আছেন যাঁরা আমাকে অনুপ্রাণিত করেন, তার মধ্যে তুমি একজন। ভালো থাকো। আর ফাটিয়ে কাজ করো।"

2021 সালে মুক্তি পেয়েছিল 'পুষ্পা: দ্যা রাইজ'। সুকুমার পরিচালিত এই ছবি কামাল দেখিয়েছিল বক্স অফিসে । সেই ম্যাজিককে অব্যাহত রেখেই সামনে এসেছে পরিচালক সুকুমারের 'পুষ্পা'-2 এর টিজার। টিজারে পুষ্পার খোঁজ পাওয়া গেলেও কেমন হবে তাঁর অবতার তা নিয়ে অনুরাগীরা উৎসুক ছিলেন । অবশেষে সেই লুক সামনে আসার পরেই নেটিজেনদের মন্তব্যের বন্য়া বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, "ফুল নয়, আসলে আগুন আল্লু অর্জুন"। অপর এক অনুরাগী লিখেছেন, "ঝুকেগা নেহি!!!" অভিনেত্রী দিশা পাটানি ছবির নীচে আগুন ইমোজি শেয়ার করেছেন। রাশি খান্না লিখেছেন, "ওয়াওও!!"

আরও পড়ুন: 'পুষ্পা 2'-এর পোস্টারে চমক আল্লুর, নয়া অবতার ঝড় সোশাল দুনিয়ায়

প্রসঙ্গত, 'পুষ্পা: দ্য রুল' ছবিতেও রশ্মিকা মান্দানাকে শ্রীভল্লির চরিত্রে দেখা যাবে । ফাহাদ ফাসিলকে আগের মতোই দেখা যাবে আইপিএস ভানওয়ার সিং-এর চরিত্রে । তবে এখনও পর্যন্ত ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে 2024 এ মুক্তি পেতে পারে 'পুষ্পা: দ্য রুল' ।

ABOUT THE AUTHOR

...view details