হায়দরাবাদ, 29 এপ্রিল :বৃহস্পতিবার নিজের 35তম জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ ইতিমধ্যেই বিজয় দেবরাকোন্ডার সঙ্গে নিজের পরবর্তী ছবির শ্যুটিংও শুরু করে দিয়েছেন অভিনেত্রী ৷ তবে কাজের মাঝেও জন্মদিনে সামান্থাকে সারপ্রাইজ দিতে ভুললেন না তাঁর সহকর্মীরা (Vijay Deverakonda Pranks Samantha Ruth Prabhu)৷
শুক্রবার এই জন্মদিন উদযাপনের একটি ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সামান্থা ৷ আসলে গোটা ইউনিট একটি প্র্যাঙ্কের মাধ্য়মে এই দিনটিকে রীতিমতো স্পেশাল করে তুলেছিল সামান্থার জন্য় ৷ ভিডিয়োতে দেখা যায়, রোজকার মতই শ্যুটিংয়ের কাজ চলছে । কেউই সামান্থাকে জানতে দেননি যে, তাঁরা আসলে ফেক-রিহার্সসাল করছেন ৷ বিজয়ের সঙ্গে এই সিনে নিজের সংলাপই বলছিলেন সামান্থাও ৷ তাঁর সংলাপ বলা শেষ হলে হঠাৎ 'সামান্থা হ্য়াপি বার্থ ডে' বলে চেঁচিয়ে ওঠেন বিজয় ৷