হায়দরাবাদ, 7 নভেম্বর:মেঘনা গুলজারের ফিল্ম স্যাম বাহাদুরের বহুল প্রত্যাশিত ট্রেলারের উন্মোচন হল মঙ্গলবার । দিল্লির মর্যাদাপূর্ণ মানেকশা সেন্টারে একটি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঐতিহাসিক যুদ্ধ অবলম্বনে তৈরি এই চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ করা হয় ৷ আর এই বিশেষ মুহূর্তে চিফ অফ আর্মি স্টাফ মনোজ পান্ডের উপস্থিতি এই অনুষ্ঠানের তাৎপর্য আরও বাড়িয়ে দেয় ৷
স্যাম বাহাদুর ফিল্মে স্যাম মানেকশর অসাধারণ গল্পকে জীবন্ত করে তুলেছেন বলি অভিনেতা ভিকি কৌশল । দেশের প্রথম ফিল্ড মার্শাল তথা যুদ্ধের ক্যারিশম্যাটিক নায়ক মানেকশ তাঁর জীবনের চার দশক সামরিক ক্ষেত্রকে উৎসর্গ করেছেন, পাঁচটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি । উল্লেখ্য, তিনি 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সেনাপ্রধানের পদে ছিলেন ।
স্যাম বাহাদুরের ট্রেলারে দেখা গিয়েছে, মানেকশর আইকনিক হ্যান্ডেলবার গোঁফ ও তীক্ষ্ণ দৃষ্টি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভিকি কৌশল ৷ যুদ্ধক্ষেত্রে মানেকশর অটল প্রতিশ্রুতির কাহিনিই তুলে ধরা হয়েছে ট্রেলারে ৷ যা দর্শকদের নজর কেড়েছে ৷