পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

রণবীরের দাপটে বক্স অফিসে ফিকে 'শ্যাম বাহাদুর' ভিকি, দশ কোটিও পেরোতে ব্যর্থ মেঘনা গুলজারের ছবি - ভিকি কৌশল

Sam Bahadur B.O Collection: 'অ্যানিম্যাল'কে টেক্কা দিতে পারল না 'শ্যাম বাহাদুর' ৷ 10 কোটি টাকা ঘরে তুলতেই হিমশিম খাচ্ছে এই ছবি ৷

Etv Bharat
'শ্যাম বাহাদুর' বক্সঅফিস কালেকশন

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 3:26 PM IST

হায়দরাবাদ, 2 ডিসেম্বর: বক্স অফিসের দৌড়ে 'অ্যানিম্যাল'-এর কাছে অনেকটাই পিছিয়ে পড়ল মেঘনা গুলজারের 'শ্যাম বাহাদুর' ৷ ছবি দর্শক কিংলা সিনে সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে সেই ছাপ অনেকটাই কম ৷ যেখানে রণবীর কাপুরের 'অ্যানিম্য়াল' প্রথম দিনে আয় করেছে 61 কোটি, সেখানে 'শ্যাম বাহাদুর' কোটিতে দুই অঙ্কের গণ্ডি পেরোতেই ব্যর্থ ৷

1971 সালে ইন্দো-পাকিস্তান যুদ্ধের চিফ অফ আর্মি স্টাফ শ্যাম মানেকশার জীবন পরিচালক মেঘনা তুলে ধরেন রূপোলি পর্দায় ৷ সারা আলি খান থেকে করণ জোহর, আদিত্য এল রাই ছবির প্রশংসা করেন ৷ পাশাপাশি, ভিকির অভিনয়ের প্রশংসাও করেন তাঁরা ৷ শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় অনুরাগীরা জানান, ভিকি কৌশলের অভিনয়ের জন্য এই ছবি দেখা উচিৎ ৷

তারপরেও বক্সঅফিসে হাল ধরতে পারল না শ্যাম বাহাদুর ৷ প্রথম দিন ভারতে এই ছবির কালেকশন ছিল 6.25 কোটি টাকা ৷ দ্বিতীয় দিনে এখন পর্যন্ত এই ছবি আয় করেছে 1.68 কোটি টাকা ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত 55 কোটি টাকা বাজেটের ছবির ঘরে 10 কোটি টাকাও আসেনি ৷ ফলে এই ছবি কী আদৌ হিটের তকমা পাবে, তা নিয়ে দেখা দিয়েছে সংশয় ৷ ভিকি ছাড়াও মেঘনা গুলজারের ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে ফতিমা সানা শেখ ও সানায়া মালহোত্রাকে ৷ সানায়া অভিনয় করেছেন শ্য়াম বাহাদুরের স্ত্রী'র চরিত্রে ৷ অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা গিয়েছে ফতিমা সানা শেখকে ৷

'অ্যানিম্যাল'-এর দাপটে এই ছবির ব্যবসা কিছুটা পিছিয়ে গিয়েছে বলে মত অনেকের ৷ পাশাপাশি, গল্প বলার ধরন আরও একটু মজবুত হলে ভালো হতো বলে সোশাল মিডিয়ায় মত নেটিজেনদের ৷ তবে প্রতিযোগিতা এখনও শেষ হয়নি ৷ হাতে রয়েছে উইকএন্ড ৷ এরপরেই বোঝা যাবে কোন ছবির ভাগ্যে কেমন বদল এল ৷

ABOUT THE AUTHOR

...view details