পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Threat Mail to Salman: 'এবার সাবধান করলাম, আগামীতে ঝটকা দেখবে', সামনে এল সলমনকে পাঠানো হুমকি মেইলের বয়ান - Salman Khan

সামনে এল লরেন্স বিষ্ণোই গ্য়াংয়ের পাঠানো হুমকি মেইলের বয়ান ৷ বলিউডের ভাইজানকে কড়া সতর্কবার্তা পাঠালো এই গ্য়াং (Gangster Lawrence Bishnoi threatens Salman Khan)৷

Salman Khan
সামনে এল লরেন্স বিষ্ণোই গ্য়াং সলমনকে যে হুমকি মেইল পাঠিয়েছে তার বয়ান

By

Published : Mar 20, 2023, 4:43 PM IST

হায়দরাবাদ, 20 মার্চ: লরেন্স বিষ্ণোই গ্যাং'য়ের তরফে গত শনিবারই হুমকি মেইল পাঠানো হয়েছিল বলিউডের ভাইজান সলমন খানকে ৷ ইতিমধ্য়েই মুম্বইয়ের বান্দ্রা থানায় বিষ্ণোই, তার সহচর গোল্ডি ব্রার এবং আরও এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ এবার সলমনের এক বন্ধুর হাত ধরে সামনে এল সেই হুমকি মেইলটির বয়ান ৷

মুম্বই পুলিশের কাছে সলমনের হয়ে অভিযোগ দায়ের করেন অভিনেতার বন্ধু প্রশান্ত গুঞ্জলকর ৷ তাঁর কাছে পাওয়া তথ্য অনুযায়ী, অভিনেতাকে এই মেইলে জিজ্ঞাসা করা হয়েছে তিনি লরেন্স বিষ্ণোইয়ের সাম্প্রতিক ইন্টারভিউটি দেখেছেন কি না? 'কৃ্ষ্ণসার হরিণ হত্যা'র জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করা হয়েছে লরেন্স গ্যাং'য়ের তরফে ৷ শুধু তাই নয়, এই বিশেষ মেইলটি দেখে এও মনে হতে পারে অভিনেতাকে রীতিমতো ক্ষুব্ধ হয়েই সতর্ক করা হয়েছে এই গ্য়াং'য়ের তরফে (Gangster Lawrence Bishnoi threatens Salman Khan)৷

কারণ খবর অনুযায়ী এই মেইলে লেখা ছিল, "ব্যাপারটা শেষ করতে চাইলে কথা বলতে পার ৷ মুখোমুখি কথা বলতে চাইলে বলে দিও ৷ এবার সময় থাকতে সতর্ক করে দিলাম ৷ আগামীতে শুধু ঝটকা দেখতে পাবে ৷" লরেন্স বিষ্ণোই এখন রয়েছে তিহার জেলে ৷ এই অপরাধীর ওপর ফের একবার 120-বি, 506-দুই এবং 34 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ মুম্বই পুলিশের মতে, আপাতত তাঁরা মেইলটি পরীক্ষা করছেন ৷

অভিনেতাকে অবশ্য় লরেন্স বিষ্ণোই গ্যাং যে প্রথমবার হুমকি দিল তা নয় ৷ এর আগে 2018 সালেও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল ৷ সলমনকে অবশ্য় কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ থেকে মুক্তি দিয়েছে আদালত ৷ গতবছরে নভেম্বরে এই হুমকির পর থেকেই অভিনেতাকে ওয়াই প্লাস ক্যাটাগরির সিকিউরিটি দেওয়ার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার ৷ এছাড়া দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও রয়েছেন ৷ যাঁরা সর্বদা অভিনেতাকে নজরে রাখেন ৷

আরও পড়ুন:কেমন হবে ভ্যাম্পায়ারের দাঁতের চিকিৎসা! নতুন হিন্দি সিরিজ নিয়ে আসছেন শাশ্বত

ABOUT THE AUTHOR

...view details