হায়দরাবাদ, 23 এপ্রিল: বলিউডের সুপারস্টার সলমন খানের সঙ্গে এখনও তাঁর প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির সম্পর্কটা বেশ ভালো ৷ প্রাক্তন এই দুই প্রেমিক-প্রেমিকা তাঁদের বন্ধুত্ব বজায় রেখেছেন ৷ এমনকী সঙ্গীতা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও সেই সম্পর্ক অটুট রয়েছে । বছরের পর বছর ধরে খান পরিবারের ছোট-বড় সব অনুষ্ঠানেই আসেন সঙ্গীতা বিজলানি । তিনি শনিবার সলমনের ছোট বোন অর্পিতা খান শর্মার ঈদের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ৷ সেখানেই তাঁর সঙ্গে দাবাং তারকার একটি ভিডিয়ো অনলাইনে প্রকাশিত হয়েছে ৷ আর খুব স্বাভাবিক ভাবেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷
অর্পিতার ঈদের পার্টিতে সঙ্গীতা ও সলমনকে বেশ ভালো মেজাজে দেখা গিয়েছে । দুজনকে একসঙ্গে অর্পিতার বাড়ি থেকে বের হতে দেখা যায় । তাঁরা তাঁদের পৃথক পথে যাওয়ার আগে এই প্রাক্তন জুটি একে-অপরের সঙ্গে মশকরায় মেতে ওঠেন এবং তাঁদের সেই খুনসুটির মুহূর্ত ক্যামেরায় বন্দি হয় । ইন্টারনেটে ঘুরে বেড়ানো একটি ভিডিয়োতে দেখা যায়, সঙ্গীতা হাসতে হাসতে সলমনের গালে ঘুষি মারছেন । পার্টিতে আইভরি শারারায় মোহময়ী লাগছিল সঙ্গীতা বিজলানিকে ৷ আর অল ব্ল্যাক পোশাকে সলমনকেও দুরন্ত দেখাচ্ছিল ৷