পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KKBKKJ Leaked Online: অনলাইনে ফাঁস সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ! - ফাঁস হয়ে গেল সলমনের কিসি কা ভাই কিসি কি জান

অনলাইনে ফাঁস হয়ে গেল সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি ৷

KKBKKJ leaked online in HD
সলমনের কিসি কা ভাই কিসি কি জানের পাইরেড ভার্সান পাওয়া যাচ্ছে অনলাইনে

By

Published : Apr 21, 2023, 3:48 PM IST

হায়দরাবাদ, 21 এপ্রিল: সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 21 এপ্রিল ৷ ফরহাদ সামজি পরিচালিত এই ছবিটি নিয়ে দর্শকের মধ্য়ে উৎসাহ তুঙ্গে ৷ ট্রেড অ্যানালিস্টরা তো এও বলছেন 15-17 কোটি দিয়ে বক্স অফিসে খাতা খুলবে এই ছবি ৷ কিন্তু এরইমাঝে জানা গেল অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে এই ছবি ৷ ফিল্মওয়াপ, 123 মুভিজ, 123 মুভিরুলজ, ফিল্মিজিয়ার মতো বিভিন্ন অনলাইন সাইটে পাওয়া যাচ্ছে ভাইজানের এই ছবির পাইরেটেড ভার্সনটি ৷

অনলাইনে অনেকেই এই ছবির খোঁজ চালাচ্ছেন 'কিসি কা ভাই কিসি কি জান ফ্রি ডাউনলোড'-এর মতো বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে ৷ আর তাতেই পাওয়া যাচ্ছে এইসব সাইটের লিঙ্ক ৷ এর আগে 'স্য়ার', 'শেহজাদা', 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে' থেকে শুরু করে 'সেলফি' পর্যন্ত বেশ কিছু ছবি ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে ৷ আর এবার সেই তালিকায় যুক্ত হল সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ৷

গত 17 এপ্রিল শুরু হয়েছিল এই ছবির প্রি-বুকিং ৷ সেদিন তাঁর অনুরাগীদের ভাইজান অনুরোধ করেছিলেন তাড়াতাড়ি পরিবারকে সঙ্গে নিয়ে ছবি দেখার জন্য় প্রি-বুকিং সেরে ফেলার ৷ এই ছবি নিয়ে আশাবাদী ছিলেন অ্যানালিস্টরাও ৷ অনেকেরই ধারণা ছিল এই ছবি প্রথমদিন থেকেই সকলের মন কাড়বে ৷ যেহেতু 'কিসি কা ভাই কিসি কি জান' ছবি মুক্তি চার পাঁচ সপ্তাহের মধ্য়ে তেমন কোনও বড় ছবির মুক্তি পাওয়ার কথা নেই তাই এই ছবি আরও বেশি ফাঁকা ময়দান পাবে বলেই মনে করেছিলেন সকলে ৷

মনে রাখা দরকার 'কপিরাইট আইন 1957' অনুসারে পাইরেসি আইনত দণ্ডনীয় অপরাধ ৷ আর পাঠকেরও এভাবে ছবি না দেখাই উচিত ৷ 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে সলমন জুটি বেঁধেছেন পূজা হেগড়ের সঙ্গে ৷ এই ছবিতে তাঁদের সঙ্গে অভিনয় করেছেন রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, ভেঙ্কটেশ, পলক তিওয়ারি, শেহনাজ গিলের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

আরও পড়ুন:নিক কিং য়ের যুগলবন্দীতে মুক্তি পেয়েছে 'মান মেরি জান', গান শুনে আপ্লুত অনুরাগীরা

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details